বদরপুরঘাট থেকে আদরকোনা পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল।

বদরপুরঘাট থেকে আদরকোনা পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল।

সংস্কার না হলে আন্দোলনে যাওয়ার হুমকি স্থানীয় জনগণ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের

করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত বদরপুরঘাট থেকে আদরকোনা পর্যন্ত দীর্ঘ আঠারো কিলোমিটার রাস্তার মধ্যে পনেরো কিলোমিটার রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। এলাকার জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রিকার মাধ্যমে করিমগঞ্জের জেলা উপায়ুক্ত এম আঙ্গামাতুর দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। বর্তমান অবস্থায় রাস্তার মধ্যে বড় বড় গর্ত ছাড়া আর কিছুই নয়। এইসব গর্ত দিয়ে একমাত্র যাত্রীগাড়ী পিয়াগো প্রতিদিন চলাচল করে। পিয়াগো গাড়ি হল জনগনের ভরসা। বদরপুর বিধানসভা সমষ্টির পঞ্চাশ শতাংশ মানুষ বদরপুরঘাট থেকে আদরকোনা পর্যন্ত রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। সদ্য সমাপ্ত হয়েছে আসামের বিধানসভা নির্বাচন এবং সাধারণ মানুষের সমষ্যা সমাধানে আলোচনার জন্য সময় জুটে নাই কোন রাজনৈতিক দলের। স্বাধীনতার ৭৪ বছর পেরিয়ে গেলেও কিন্তু আজকের দিনে সাধারণ মানুষের সমষ্যা সমাধানের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। সচেতন নাগরিক হিসেবে জনগণ তাদের অভিযোগ তুলে ধরা হয়েছে এমন দৃষ্টান্ত কোথাও নেই বলে মনে হয়। বিশেষ করে আমাদের এতদঅঞ্চলের জনগণকে অন্ধকারে ঠেলে দিয়ে তাদের অভাব অভিযোগ শোনার জন্য কোন জনপ্রতিনিধি সঠিক ব্যবস্থা গ্ৰহন করেননি। এই পরিস্থিতিতে বদরপুরঘাট থেকে আদরকোনা পর্যন্ত দীর্ঘ আঠারো কিলোমিটার রাস্তার অবস্থা খুবই শীঘ্রই সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে স্থানীয় জনগণ এবং বিভিন্ন ছাত্র সংগঠন। বদরপুর থেকে আদরকোনা পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কারের কাজ করার জন্য করিমগঞ্জ জেলাশাসক এম আঙ্গামাতুর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ এবং ছাত্র সংগঠনের কর্মকর্তারা।

LEAVE A COMMENT

Comment