কালীনগরে কাটাখাল নদীবাধ নির্মাণ কাজ পরিদর্শনে হাইলাকান্দির ডিডিসি

কালীনগরে কাটাখাল নদীবাধ নির্মাণ কাজ পরিদর্শনে হাইলাকান্দির ডিডিসি

কালীনগরে কাটাখাল নদীবাধ নির্মাণ কাজ পরিদর্শনে হাইলাকান্দির ডিডিসি

 বিভিন্ন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বদরপুর জল সম্পদ বিভাগের অন্তর্গত কালীনগরে কাটাখাল নদীর ভাঙ্গন প্রতিরোধে নির্মীয়মান নদীবাধ নির্মাণ কাজ পরিদর্শন করলেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রঞ্জিত কুমার লস্কর। বিভাগীয় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ডিডিসি রঞ্জিত কুমার লস্কর

 

নদীবাধের নির্মাণ কাজ পরিদর্শন শেষে কাজের অগ্ৰগতি সন্তোষজনক বলে এদিন এই প্রতিবেদককে জানান। একই সঙ্গে বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদারদের বর্ষা মরশুম শুরুর আগে আগেই গুনগত মান বজায় রেখে বাঁধের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান জেলা উন্নয়ন আয়ুক্ত রঞ্জিত কুমার লস্কর। প্রসঙ্গত কালীনগর এলাকার কাটাখাল নদীর ভাঙন প্রতিরোধে চলা নদীবাধ নির্মাণের কাজে নিম্মমানের সামগ্ৰী ব্যবহারের অভিযোগ উঠেছিল। জলসম্পদ বিভাগের বিরুদ্ধে করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা উন্নয়ন আয়ুক্ত রঞ্জিত কুমার লস্কর এদিন বাঁধ নির্মাণ কাজের স্থল পরিদর্শন করে কাজের গুনগত মান এবং কাজের অগ্ৰগতি সহ সবকিছুই খতিয়ে দেখেন। এখানে উল্লেখ্য যে বিগত ১১ নভেম্বর রাজ্যের বিদায়ী বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ৯ কোটি ৭৩ লক্ষ টাকার ব্যয়ে ৬৭০ মিটার দীর্ঘ নদীবাধের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

LEAVE A COMMENT

Comment