হাইলাকান্দির জেল ক্যাম্পাসে বিনামূল্যে স্বাস্থ্যশিবির এবং ঔষধ পত্র বিতরণ।

হাইলাকান্দির জেল ক্যাম্পাসে বিনামূল্যে স্বাস্থ্যশিবির এবং ঔষধ পত্র বিতরণ।

হাইলাকান্দির জেল ক্যাম্পাসে বিনামূল্যে স্বাস্থ্যশিবির এবং ঔষধ পত্র বিতরণ।

- হাইলাকান্দি জেলা জেল কারাগারে সম্প্রতি ডাক্তারদের একটি টিম কয়েদীদের স্বাস্থ্যপরিক্ষা এবং বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করেন। এদিন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির তত্বাবধানে জেলা জেল কারাগারের ক্যাম্পাসে আয়োজিত এই স্বাস্থ্যশিবিরে পরিচালনা করেন ডাক্তার বি এইচ খাণ্ডেকার, ডাক্তার কামিল আহমেদ মাঝারভুইয়া এবং সাহিদ হোসেন মজুমদার। এই স্বাস্থ্য

পরীক্ষা শিবিরে জেলের কয়েদিদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা সহ কোবিদ টেস্ট করানো হয়। এদিনের হাইলাকান্দি জেলা জেল কারাগার পরিসরে ডিস্ট্রিক্ট লিগেল এডভাইসারি বডির সচিব করুনা দেবীর নেতৃত্বে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। তিনি তার বক্তব্যে জেলকারাগার কতৃপক্ষ উনাদের সবরকমের সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন

করেন। ডিস্ট্রিক্ট লিগের এডভাইসরি বডির সচিব করুনা দেবী আরো বলেন যে জেলকারাগারের ঔষধ ক্লিনিকে নিয়োজিত ভলান্টিয়ারদের প্রতিনিয়ত জেলকারাগারে থাকা কয়েদিদের স্বাস্থ্য পরীক্ষা করে ডিস্ট্রিক্ট লিগেল সেল অথরিটির কাছে রিপোর্ট পাঠাতে হবে। এখানে উল্লেখ্য যে এদিনের জেলকারাগারে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পর জেলকারাগারে থাকা কয়েদিদের মধ্যে বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হয়।

LEAVE A COMMENT

Comment