বরাকভ্যালি সিমেন্টে কোম্পানির একটি লড়ি নিয়ন্ত্রন রেখা হারিয়ে ফেলে এরপর বৈদ্যুতিক খোঁটি ভেঙ্গে যায় এক সাংঘাতিক দূর্ঘটনা।

বরাকভ্যালি সিমেন্টে কোম্পানির লড়ির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।
বরাকভ্যালি সিমেন্টে কোম্পানির একটি লড়ি নিয়ন্ত্রন রেখা হারিয়ে ফেলে এরপর বৈদ্যুতিক খোঁটি ভেঙ্গে যায় এক সাংঘাতিক দূর্ঘটনা। গতকাল বদরপুর ঘাটের দেবেন্দ্র নগর এলাকায় বরাকভ্যালি সিমেন্টে কোম্পানির নিকটে MZ053626-(মিজোরাম ) এই নাম্বারে একটি লড়ি নিয়োন্ত্রন হাড়িয়ে বিদ্যুৎ-খোঁটি ভেঙে ফেলে। বিদ্যুতের-তাঁর ছিন্ন হয়ে এক অন্তসত্তা গরুর শরীরের উপর পড়ে ।
ক্ষণিকের জন্য প্রাণে বেঁচেছিলেন সড়কের সাধারণ মানুষ সহ এলাকার বাসিন্দারা। তবে গর্ভবতী গরুটি আঘাতের ফলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে।
এরূপ ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ও জনসাধারণের মধ্যে বিক্ষোভ প্রদর্শিত হয়।
Comment
Hello World! https://38b9wp.com?hs=19ab928b95cf3d38353af254454d4ab4&
14 December 2022, 05:42 AM