হাইলাকান্দিতে আগামী কালকের ভোটগণনার প্রস্তুতি পর্ব চুড়ান্ত

হাইলাকান্দিতে আগামী কালকের ভোটগণনার প্রস্তুতি পর্ব চুড়ান্ত

হাইলাকান্দিতে আগামী কালকের ভোটগণনার প্রস্তুতি পর্ব চুড়ান্ত

- হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাব্বির নিষাদ জানিয়েছেন আগামী কালকের ভোটগণনা কেন্দ্র গার্মেন্টস হাইয়ার সেকেন্ডারি স্কুলের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গভারমেন্ট স্কুলের চুতুর্দিগে পুলিশ  বেরিগেট লাগিয়ে দিয়েছে।জেলাশাসন ভোটগণনা দিন মোবাইল ফোন নিয়ে গণনা কক্ষে যাওয়া সম্পুর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। প্রতি একঘন্টা অন্তর ভোটৈর ফলাফল সরকারিভাবে ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার পর কোন ধরনের বাইকরেলী শোভাযাত্রা ও আতশবাজি ফোটানো যাবে না। এই আইন  অমান্যকারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।জনসংযোগ আধিকারিক আরো জানান যে হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা আসনের জন্য প্রতিটি সমষ্টির জন্য ১৪ টি করে ভোট গণনা টেবিল সর্বমোট ৪২ টি ভোটগণনা টেবিল থাকিবে। ভোটগণনা শুরু হইবে যথারীতি সকাল আটটার সময় এবং শেষ হইবে সন্ধ্যা সাতটার মধ্যে।

LEAVE A COMMENT

Comment