আলগাপুর বিধানসভা আসনে মহাজোট প্রার্থী হাজী নিজাম উদ্দিন চৌধুরীর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে পুনরগণনার দাবি ‌জানালেন বিজেপি প্রার্থী মুন‌ স্বর্ণকার।সুবিচার না পেলে অনসনে‌ যাওয়ার হুমকি

আলগাপুর বিধানসভা আসনে মহাজোট প্রার্থী হাজী নিজাম উদ্দিন চৌধুরীর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে পুনরগণনার দাবি ‌জানালেন বিজেপি প্রার্থী মুন‌ স্বর্ণকার।সুবিচার না পেলে অনসনে‌ যাওয়ার হুমকি

সুবিচার না পেলে অনসনে‌ যাওয়ার হুমকি

 আজ একুশের বিধানসভা নির্বাচনের ভোটগণনার ফলাফলে আলগাপুর বিধানসভা সমষ্টির থেকে বিজেপি প্রার্থী মুন স্বর্ণকারকে প্রায় কুড়ি হাজার ভোটের ব্যবধানে মহাজোটের প্রার্থী হাজী নিজাম উদ্দিন চৌধুরী পরাজিত করে দ্বিতীয়বারের মতো আলগাপুরের বিধায়ক নির্বাচিত হওয়ায় এই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের কাছে আবার নতুন করে পুনরগণনার দাবি জানালেন পরাজিত বিজেপি প্রার্থী মুন স্বর্ণকার।আজ‌ তিনি নির্বাচন গণনা কেন্দ্র ভি এম হাইয়ার সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়ে বলেন যে গতকাল সরকারি স্কুলের স্ট্রং রুমের সামনে একটি ইভিএম মেসিন উদ্বার করে পুলিশ। আজকের ভোটগণনায় জেলা প্রশাসনের ডিলেমির কারনে ভোটগণনায় ‍অনেক জালচাতুরি করা হয়েছে। তাই তিনি এই ফলাফলকে কোন অবস্থায় মেনে নিচ্ছেন না। এই জন্য তিনি ভারতীয় নির্বাচন কমিশনের কাছে আবার নতুন করে ভোটগণনার দাবি জানান। তিনি আরো বলেন যে আলগাপুরের বিধায়িকা হবার জন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি জনগণের ‌মঙ্গলের জন্য এবং সমষ্টির উন্নয়নের জন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু অন্যায় এবং জালচাতুরি এবং গুন্ডাবাজী করে নির্বাচনে জেতাকে তিনি বরদাস্ত করবেন না। তাই তিনি জেলা প্রশাসনের কাছে সুবিচার চেয়ে ধর্ণায়‌ বসেন এবং বলেন যে নির্বাচন কমিশন পুনরগণনা না করালে তিনি অনসন ভাঙ্গবেন না। তিনি আরো জানান যে যতক্ষণ পর্যন্ত তিনি সুবিচার পাবেন না ততক্ষণ পর্যন্ত তিনি ভোটগণনা কক্ষের সামনেই বসে থাকবেন। এই যায়গা থেকে এক পা পিছু হঠবেন না এখানেই তিনি শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন বলে হুমকি দেন।

LEAVE A COMMENT

Comment