বদরপুরের বিভিন্ন জিপি ও শহর‌ মণ্ডলের জনগণকে আন্তরিক ধন্যবাদ নবনির্বাচিত বিধায়ক আব্দুল আজিজের

বদরপুরের বিভিন্ন জিপি ও শহর‌ মণ্ডলের জনগণকে আন্তরিক ধন্যবাদ নবনির্বাচিত বিধায়ক আব্দুল আজিজের

বদরপুরের বিভিন্ন জিপি ও শহর‌ মণ্ডলের জনগণকে আন্তরিক ধন্যবাদ নবনির্বাচিত বিধায়ক আব্দুল আজিজের

 একুশের অসম বিধানসভা নির্বাচনের ভোটগণনার ফলাফলে বিপুল ভোটে বদরপুর বিধানসভা সমষ্টি থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হবার পর আব্দুল আজিজ সোমবার রাত দশটা নাগাদ উপস্থিত হন মহাকল জারইলতলা নিজ  বাসভবনে। তখন বিধায়কের উপস্থিতির খবর পেয়ে মানুষের উপচে পড়া ভিড় জমে যায়। নবনির্বাচিত বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ তখন মহাজোটের কর্মকর্তা সহ উপস্থিত সবাইকে নিয়ে খুব তড়িঘড়ি করে মত বিনিময় করেন। উপস্থিত জনতার সামনে পাঁচ মিনিটের জন্য বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে প্রথমে বদরপুর বিধানসভা সমষ্টির সতেরোটি জিপি ও শহর মণ্ডলের সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান উনাকে রেকর্ড ভোটে বিধায়ক নির্বাচিত করার জন্য এবং বলেন এই জয় সাধারণ গরীব দীন দরিদ্র মেহেনতী মানুষের জয় হয়েছে। সেই জয়ের ফলে হবে এখন থেকে বদরপুর বিধানসভা সমষ্টির সার্বিক উন্নয়ন। বিধায়ক আব্দুল আজিজ আরো বলেন যে আগামী পাঁচ বছরের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে বদরপুর বিধানসভা সমষ্টির গ্ৰামাঞ্চল থেকে শহর পর্যন্ত উন্নয়ন হয়। নবনির্বাচিত বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ হাতজোড় করে একটি কথা উপস্থিত আম জনতার উদ্দেশ্যে বলেন যে আপনারা সবাই করোনা মহামারি থেকে বাঁচার জন্য স্বাস্থ্য বিভাগের নির্দেশ মেনে চলুন। এরপর বিধায়ক মঙ্গলবার গৌহাটিতে গিয়ে বিকেল বেলা দলীয় বৈঠকে যোগ দেন।

LEAVE A COMMENT

Comment