হাইলাকান্দির নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে পরিদর্শন করে হাসপাতালের ফোনকে জনপ্রিয় করার নির্দেশ দেন।

হাইলাকান্দির নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে পরিদর্শন করে হাসপাতালের ফোনকে জনপ্রিয় করার নির্দেশ দেন।

হাইলাকান্দির নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে পরিদর্শন করে হাসপাতালের ফোনকে জনপ্রিয় করার নির্দেশ দেন।

 হাইলাকান্দি জেলার নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের ফোন নম্বরকে জনপ্রিয় করার নির্দেশ দিয়েছেন। হাইলাকান্দিতে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা বলেন যে এখন থেকে হাইলাকান্দি জেলার প্রবেশমুখে ধলেশ্বরী এবং হাইলাকান্দি বাইপাসের প্রবেশমুখে লক্ষীরবন্দে যাত্রীদের কোবিদ পরিক্ষা করা হবে। হাইলাকান্দি জেলার সদ্যদায়িত্ব নেওয়া জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা বৃহস্পতিবার জেলার কোবিদ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকেদের সঙ্গে আলোচনার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নবাগত হাইলাকান্দি জেলার জেলাশাসক ঝা এই এস কে রায় সিভিল হাসপাতালে চালু থাকা ফোন নম্বরটি জনপ্রিয় করে তুলতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সভায় অংশ নিয়ে জেলা উন্নয়ন আয়ুক্ত রঞ্জিত কুমার লস্কর জানান যে জেলার ১৭ টি চা বাগানে কোবিদ কেয়ার সেন্টার তৈরির জন্য ভবন সনাক্ত করে ১২৯ টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও আরো দুটি বাগানেও কোবিদ রোগীর বেড তৈরির কাজ এগিয়ে চলছে। সভায় জেলার যে ৬ টি স্থানে ১৮ থেকে ৪৪ বছরের বয়সের নাগরিকদেরকে টিকা দেওয়া হচ্ছে তাও ব্যাপক প্রচার করতে নির্দেশ দেন জেলাশাসক রোহন কুমার ঝা। এই স্থানগুলো হল হাইলাকান্দি শহরের এস এস কলেজ, ভৈরববাড়ী সেবা সমিতি,কাটলীছড়ার এস কে রায় কলেজ,কালীনগরের এসি গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং আলগাপুর মক্তব স্কুল। এছাড়াও জেলার যে ৫২ টি কোবিদ ভ্যাকসিনেশন সেন্টারে ৪৫ বছরের বয়সের ঊর্ধ্বের নাগরিকদের কোবিদ ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাও প্রচার জোরদার করতে জেলাশাসক রোহন কুমার ঝা বিভাগীয় কতৃপক্ষকে নির্দেশ দেন। এই কেন্দ্রগুলোর নাম জেলাশাসকের ফেইসবুক পেইজে দেওয়া আছে। উল্লেখ্য ১৮ থেকে ৪৪ বছর বয়সের নাগরিকদেরকে ভ্যাকসিন এর জন্য cowin.gov.in অথবা আরোগ্য নিকেতন অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। এদিকে এদিন নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা আলগাপুর মডেল হাসপাতালটিও পরিদর্শন করেন। হাইলাকান্দি জেলা জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী এক‌‌‌ প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

LEAVE A COMMENT

Comment