হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল থেকে পালিয়ে গেল করোনা পজিটিভ খুনের আসামী। পলাতক করোনা আক্রান্ত খুনের আসামীর সন্ধান দিলে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা পুলিশ এবং জেলা প্রশাসনের

হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল থেকে পালিয়ে গেল করোনা পজিটিভ খুনের আসামী। পলাতক করোনা আক্রান্ত খুনের আসামীর সন্ধান দিলে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা পুলিশ এবং জেলা প্রশাসনের

পলাতক করোনা আক্রান্ত খুনের আসামীর সন্ধান দিলে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা পুলিশ এবং জেলা প্রশাসনের

- হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতাল থেকে পালিয়ে গেল এক করোনা পজিটিভ খুনের আসামী। আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার সত্যতা স্বীকার করে হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর প্রণব কুমার শইকিয়া জানান যে অভিযুক্ত বছর ৩৫ এর রাহুল উদ্দিন লস্কর পিতা আতাউর আলী লস্কর বাড়ি খাসপুর বাঘারকোনা থানা ধোয়ারবন্দ এই করোনা পজিটিভ রোগী কয়েক মাস ধরে আলগাপুরের একটি খুনের মামলায় হাইলাকান্দির জেলা কারাগার বন্দী ছিল। গত বুধবার সে অসুস্থ্য হওয়ায় জেল কর্তৃপক্ষ তাকে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার রেপিট এন্টিজেন টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে। পরদিন বৃহস্পতিবার এই করোনা পজিটিভ খুনের আসামী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের শৌচাগারের ভেল্টিনেটর দিয়ে টপকিয়ে পালিয়ে যায়। আজ হাইলাকান্দি পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর প্রণব কুমার শইকিয়া জানান যে এই পলাতক করোনা আক্রান্ত খুনের মামলায় প্রধান অভিযুক্ত আসামী রাহুল উদ্দিন লস্কররের সন্ধান দেওয়া ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং তার নিরাপত্তার জন্য তার নাম এবং ঠিকানা সম্পুর্ণ গোপন রাখা হবে। একটি খুনের মামলার অভিযুক্ত করোনা পজিটিভ আসামীর এইভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পুরো হাইলাকান্দি জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A COMMENT

Comment