কাছাড় ও করিমগঞ্জ ছয়টি আসনে মনোনয়ন জমা দিল এসইউসিআই

কাছাড় ও করিমগঞ্জ ছয়টি আসনে মনোনয়ন জমা দিল এসইউসিআই

কাছাড় ও করিমগঞ্জ ছয়টি আসনে মনোনয়ন জমা দিল এসইউসিআই

মনোনয়াপত্র জমা দিল এসইউসিআই  (কমিউনিস্ট)। দলের পক্ষ থেকে শিলচর, সোনাই ও ধলাই আসনে মনোনয়ন পত্র জমা দেন যথাক্রমে দুলালী চক্রবর্তী (গাঙ্গুলী), অঞ্জনকুমার চন্দ, গৌরচন্দ্র দাস । দুপুর ২.৩০ মিনিট নাগাদ শিলচর বিধানসভা আসনের প্রার্থী দুলালী চক্রবর্তী (গাঙ্গুলি) জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে মনোনয়ন পত্র জমা দেন। একই সময়ে সোনাই আসনের প্রার্থী অঞ্জন কুমার চন্দ কাছাড় জেলা পরিষদের সিইও কার্যালয়ে ও গৌর চন্দ্র দাস অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতানার কক্ষে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে জানানো হয় যে আসন্ন নির্বাচনে দলের প্রার্থীরা বিজেপি – এজেপি দলের বিগত জোট সরকারের বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে জনগণকে ভোট প্রদানের আহ্বান জানাবে। দলের পক্ষ থেকে এও বলা হয় যে কংগ্রেস,এ আই ইউ ডি এফ,বিপিএফ, আঞ্চলিক গণ মোর্চা সহ তথাকথিত বামপন্থীরা যে জোট গঠন করেছে তার উদ্দেশ্য শুধু যে কোন প্রকারে ক্ষমতা দখল করা। বিজেপি দলের চূড়ান্ত সাম্প্রদায়িক ও বিভাজনবাদী রাজনীতির বিরুদ্ধে বিরোধী জোটের  অবস্থান কী তা জনগণের কাছে অস্পষ্ট। কারণ বিরোধী দলে সামিল বহু দল নিজেরাই সাম্প্রদায়িক ও উপ্রাদেশিকতাবাদী শক্তির দোসর। তাই দল বিজেপির সাম্প্রদায়িক ও কর্পোরেট পুঁজির স্বার্থ রক্ষাকারী অবস্থান ও কংগ্রেস, এআইইউডিএফ সহ বামপন্থী দলগুলোর চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতিকে প্রতিহত করতে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থীদের জয়ী করতে আহ্বান জানান।এ দিকে, চতুর্থ দিন মঙ্গলবার করিমগঞ্জে চার জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনজন এসইউসিআই দলের। আর একজন নির্দল। এসইউসিআই দলের তিন জন যথাক্রমে উত্তর করিমগঞ্জে সুজিৎ কুমার পাল, রাতাবাড়িতে সঞ্চিতা শুক্লা ও  পাথারকান্দিতে বুলু চন্দ। এছাড়া উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসাবে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্দল প্রার্থী জাকির হুসেন।

LEAVE A COMMENT

Comment