কাছাড় কাগজ কল এবং নগাও কাগজ কলকে নিলামে বিক্রি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাল বি এস ওয়াই এফের কেন্দ্রীয় কমিটি। এই কাগজ কল দুটিকে পুনর্জীবিত করার জোরালো দাবি।

কাছাড় কাগজ কল এবং নগাও কাগজ কলকে নিলামে বিক্রি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাল বি এস ওয়াই এফের কেন্দ্রীয় কমিটি। এই কাগজ কল দুটিকে পুনর্জীবিত করার জোরালো দাবি।

কাছাড় কাগজ কল এবং নগাও কাগজ কলকে নিলামে বিক্রি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাল বি এস ওয়াই এফের কেন্দ্রীয় কমিটি। এই কাগজ কল দুটিকে পুনর্জীবিত করার জোরালো দাবি।

আসামের দুইটি কাগজ কল কাছাড় কাগজ কল পাঁচগ্ৰাম এবং নগাও কাগজ কলকে নিলামে বিক্রি করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ ব্যক্ত করল বেঙ্গলি স্টুডেন্টস ইউথ ফোরামের কেন্দ্রীয় কমিটি। আজ এই উপলক্ষে হাইলাকান্দির রতনপুর রোডস্থিত বি এস ওয়াই এফের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে বেলা একটার সময়  সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরার পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বি এস ওয়াই এফের বিভিন্ন পদাধিকারীরা আসামের সম্পদ দুইটি প্রসিদ্ধ শিল্প প্রতিষ্ঠানকে নিলামে বিক্রি করার কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে এই শিল্প প্রতিষ্ঠান দুটোকে অতি সত্ত্বর পুনর্জীবিত করার দাবি জানান। আজকের এই প্রতিবাদী সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বি এস ওয়াই এফের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা এবং কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা নজরুল ইসলাম মীরা বলেন যে ২০১৯ সনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিলচরের রামনগরে এক জনসভায় আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির সরকার থাকলে এই কাগজ কলের শিল্প প্রতিষ্ঠান দুটিও থাকবে। কিন্তু কেন্দ্রে এবং রাজ্যে দু-দুইবার বিজেপির সরকার ক্ষমতায় আসার পরও এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। একজন দেশের প্রধানমন্ত্রীর কথার আর কাজের যদি মিল না থাকে তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে। তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে আরো বলেন যে এই কাছাড় কাগজ কল এবং নগাও কাগজ কল দুইটি ২০১৫ সন থেকে বন্ধ হবার পর থেকে এই শিল্প প্রতিষ্ঠান দুটির অগনিত কর্মী দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। তারা অনাহারে অসুস্থতায় দিন কাটাচ্ছেন। তাদের ছেলেমেয়েদের পড়ালেখার খরচ চালিয়ে যেতে পারছেন না। অনেক কর্মী এইজন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এইজন্য বি এস ওয়াই এফের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা এবং কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা নজরুল ইসলাম সহ অন্যান্য পদাধিকারীরা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের রাজ্যপাল জগদীশ মুখী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই কাগজ কল দুইটিকে পুনর্জীবিত করার কাতর আর্জি জানিয়েছেন। আজকের এই প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এস ওয়াই এফের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি দিলোয়ার হুসেইন লস্কর, জেলা কমিটির সভাপতি ফারুক আহমেদ বড়ভুইয়া, মুখ্য উপদেষ্টা সিপ্রীয়ান ডায়াস প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment