আসাম স্টেটপুল টেট শিক্ষক সংস্থার পদাধিকারীরা শিক্ষা মন্ত্রী ডক্টর রনোজ পেগুর দ্বারস্থ। শিক্ষা মন্ত্রী ডক্টর রনোজ পেগু তাদের সমষ্যা সমাধানের ধনাত্মক আশ্বাস দিয়েছেন।

আসাম স্টেটপুল টেট শিক্ষক সংস্থার পদাধিকারীরা শিক্ষা মন্ত্রী ডক্টর রনোজ পেগুর দ্বারস্থ। শিক্ষা মন্ত্রী ডক্টর রনোজ পেগু তাদের সমষ্যা সমাধানের ধনাত্মক আশ্বাস দিয়েছেন।
শিক্ষা মন্ত্রী ডক্টর রনোজ পেগু মহাশয় বরাক পরিদর্শন সময়কালীন আজ করিমগঞ্জ জেলা সার্কিট হাউস এ উপস্থিত হন। সে সময় আসাম স্টেটপুল টেট শিক্ষকের পক্ষ থেকে মন্ত্রী মহাশয় কে সম্বর্ধনা জানানোর সাথে সাথে টেট শিক্ষকের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে একটি স্মারক পত্র মন্ত্রী মহাশয়ের হাতে তুলে দেওয়া হয়। স্টেইটপুল টেট শিক্ষক দের হয়ে উপস্থিত ছিলেন অল আসাম স্টেইটপুল টিচার্স এসোসিয়েশনের উপ- সভাপতি শামীম উদ্দিন বরাক স্টেইটপুল টিচার্স এসোসিয়েশনের সম্পাদিকা রুপালি মালাকার সভাপতি উবাইদুল্লাহ সদিয়ল কিশোর কলিতা এবং আরও অনেক । তারা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী মহাশয় শিক্ষকদের সেই সমস্যা গুলি সমাধানের ধনাত্মক আশ্বাস দিয়েছেন তাই সব টেট শিক্ষকের পক্ষ থেকে তারা মন্ত্রী মহাশয় কে অশেষ ধন্যবাদ জানিয়েছেন।রিয়াজুর ছদিওল এংলার বাজার, ১২ জুন ০: শিক্ষা মন্ত্রী Dr Ranuj Pegu মহাশয় বরাক পরিদর্শন সময়কালীন আজ করিমগঞ্জ জেলা সার্কিট হাউস এ উপস্থিত হন। সে সময় আসাম স্টেটপুল টেট শিক্ষকের পক্ষ থেকে মন্ত্রী মহাশয় কে সম্বর্ধনা জানানোর সাথে সাথে টেট শিক্ষকের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে একটি স্মারক পত্র মন্ত্রী মহাশয়ের হাতে তুলে দেওয়া হয়। Statepool টেট শিক্ষক দের হয়ে উপস্থিত ছিলেন All Assam statepool teacher Association র উপ- সভাপতি শামীম উদ্দিন barak statepool teacher Association র সম্পাদিকা রুপালি মালাকার সভাপতি Ubaidullah Sodial কিশোর কলিতা এবং আরও অনেক । তারা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী মহাশয় শিক্ষকদের সেই সমস্যা গুলি সমাধানের ধনাত্মক আশ্বাস দিয়েছেন তাই সব টেট শিক্ষকের পক্ষ থেকে তারা মন্ত্রী মহাশয় কে অশেষ ধন্যবাদ জানিয়েছেন।
Comment
Hello World! https://38b9wp.com?hs=19ab928b95cf3d38353af254454d4ab4&
14 December 2022, 05:42 AM