হাইলাকান্দী জিলার বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দলীয় টিকেট পেলেন আসাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র নেতা মিলন দাস ।

হাইলাকান্দী জিলার বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দলীয় টিকেট পেলেন আসাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র নেতা মিলন দাস ।

হাইলাকান্দী জিলার বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দলীয় টিকেট পেলেন আসাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র নেতা মিলন দাস ।


৯৯ শতাংশ সাধারন জনগনের মনের প্রার্থী পেয়েছেন বলে জানিয়েছেন হাইলাকান্দীর বাসিন্দারা ।  ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দী জিলার মধ‍্য হাইলাকন্দীতে এবার বিধানসভা নির্বাচনে  বিশ্ববিদ্যালয়ের তরুন ছাত্র নেতা মিলন দাস। রাজ‍্যের একমাত্র দূর্বল শহর  হাইলাকান্দী

, এবার মধ্য হাইলাকান্দীকে সুন্দর সুস্থ সবল শক্তিশালী গড়ে তোলার জন্য , বরাক উপত্যকার সকল  যুব ছাত্র সমাজে বিশ্ববিদ্যালয়ের  ছাত্র নেতা মিলন দাসকে ২০২১এর বিধান সভা নির্বাচনে দার করিয়েছেন বলে জানিয়েছেন সকল ছাত্র সহ সর্বস্তরের জনসাধারণরা । মধ্যে হাইলাকান্দীর জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের জনসাধারণেরা বলেছেন দীর্ঘ দিন পর আমাদের মনের প্রার্থী পেয়েছেন বলে জানিয়েছেন। মধ্য হাইলাকান্দীর সাধারণ মানুষেরা বলেছেন এবার ২০২১ ইং বিধান সভা নির্বাচনে ১০০ শতাংশ ভোট পেয়ে জিতবেন বলে জানিয়েছেন। প্রার্থী মিলন দাস বলেছেন , হালাকান্দী অঞ্চলের জনগণের আশির্বাদে বিধান সভা নির্বাচন জিতে হাইলাকান্দি সমষ্টির জনসধারনের সকল প্রকার মনের আসা পূর্ণ করবেন বলে জানিয়েছেন ।

LEAVE A COMMENT