সিরিসপুর জিপির অন্তর্গত সিরিসপুর বাজার থেকে রাখালবস্তী হয়ে সন্তোষনগর এবং কৈয়াখাল বস্তীর পি ডব্লিউ টির দীর্ঘ পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের দাবি জনগণের।

সিরিসপুর জিপির অন্তর্গত সিরিসপুর বাজার থেকে রাখালবস্তী হয়ে সন্তোষনগর এবং কৈয়াখাল বস্তীর পি ডব্লিউ টির দীর্ঘ পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের দাবি জনগণের।

সিরিসপুর জিপির অন্তর্গত সিরিসপুর বাজার থেকে রাখালবস্তী হয়ে সন্তোষনগর এবং কৈয়াখাল বস্তীর পি ডব্লিউ টির দীর্ঘ পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের দাবি জনগণের।

আলগাপুর বিধানসভা সমষ্টির সিরিসপুর জিপির অন্তর্গত সিরিসপুর বাজার থেকে রাখালবস্তী হয়ে সন্তোষনগর এবং কৈয়াখাল বস্তীর পি ডব্লিউ টির দীর্ঘ পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগনকে। আজ বেলা ১২ টার সময় এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় জনগণ ক্ষোভের সঙ্গে বলেন যে এই বেহাল রাস্তার কারণে সরপুর থেকে দুই কিলোমিটারের ভিতরে থাকা সন্তোষনগরের নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের নিয়ে যেতে বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়ে যেতে অত্যন্ত সমষ্যার সম্মুখীন হতে হয়। রাস্তার মধ্যে রয়েছে বড় বড় গর্ত এবং বর্ষার সময় সেই গর্তে জল ভরে থাকে এবং কাদামাটি ও জলের মধ্যে দিয়ে স্থানীয়দের যাতায়াত করতে হয়। এই বিষয়ে স্থানীয় নাগরিক তথা কৃষিজীবী আয়ুব আলী লস্কর এবং এস কে দেব হাইস্কুলের শিক্ষক আব্দুল হক আনসারী ও স্থানীয় নাগরিক ফতেবুর রহমান হাজারী সাংবাদিকদের জানান যে এই সিরিসপুর জিপির অন্তর্গত রাখালবস্তীর নিকটে করিমগঞ্জ জেলার রাতাবাড়ী বিধানসভা সমষ্টির সীমানা আছে। তারা আরো বলেন যে এই সীমানা দিয়ে রাতাবাড়ী বিধানসভা সমষ্টির ছনবিল থেকে মৎস্য ব্যবসায়ী, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই সিরিসপুরের রাস্তা দিয়ে হাইলাকান্দি যাতায়াত করে। এই রাস্তা বেহাল থাকার দরুন তাদের অটোরিকশা দিয়ে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় নাগরিকরা ক্ষোভের সঙ্গে জানান যে দীর্ঘ পাঁচ বছর ধরে এই রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী শুধু নির্বাচনের সময় এসে তাদেরকে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু এরপর উনি কোন বিহিত পদক্ষেপ গ্রহণ করেন না। যার কারণে যে তিমিরের সমষ্যা সেই তিমিরেই থেকে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী নাগরিকরা। সিরিসপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা শ্রীমতি চম্পা নুনিয়ার প্রতিনিধি বলীরাম শুনিয়া জানান যে অনেক আগে প্রথম দিকে রাস্তার সংস্কারের কাজ কিছুটা হলেও পরে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়ে আছে। তিনি আরো জানান যে এই বিষয়ে তিনি আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কাছে রাস্তার সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন। সন্তোষনগর নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর অংকিতা পাল এবং নার্সরা জানান যে বর্তমান করোনা পরিস্থিতিতে এই বেহাল রাস্তার দরুন তাদের হাইলাকান্দি শহর থেকে এসে এই স্বাস্থ্যকেন্দ্রে ডিউটি করতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা এই রাস্তার অতিসত্বর সংস্কারের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সিরিসপুরের স্থানীয় নাগরিকরা এই প্রতিবেদককে জানান যে অতিসত্ত্বর এই বেহাল রাস্তার সংস্কারের জন্য  সন্তোষনগর গ্ৰাম থেকে এবং সিরিসপুর গ্ৰাম থেকে বিভিন্ন দাবি সম্মিলিত পৃথক পৃথক দুইটি স্মারকপত্র হাইলাকান্দির জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝার কাছে দেওয়া হবে এবং এর প্রতিলিপি হাইলাকান্দির চক্র আধিকারিক বনি ইবন সাহাদত,আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী,বরাকের অভিভাবক এবং রাজ্যের বন ও পরিবেশ এবং আবগারি‌ তথা মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ এবং হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয়ের কাছে দেওয়া হবে।

LEAVE A COMMENT

Comment