হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে জাতীয় চিকিৎসক দিবস পালিত।

হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে জাতীয় চিকিৎসক দিবস পালিত।

হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে জাতীয় চিকিৎসক দিবস পালিত।

 জাতীয় চিকিৎসক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে হাইলাকান্দি জেলায়ও পালন করা হয়। জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের উদ্যোগে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ড্রিমসের ব্যবস্থাপনায় হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্টের কার্যালয় কক্ষে কোভিদ প্রটোকল মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের ২৩ জন চিকিৎসককে সন্মাননা জানানো হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডাঃ শুভেন্দু চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা দিন রাত সেবা কাজ করে যাচ্ছেন। তাঁরা নিজেদের জীবনকে বাজি রেখে পরিবার পরিজন থেকে দূরে থেকে রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন। চিকিৎসকদের এদিন সন্মাননা জানানোয় তাঁরা আরো উৎসাহিত হয়ে কাজ করবেন বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন। প্রসুতি বিভাগের ডাঃ রণবিজয় মালাকার দেশের কৃতি ও মহান ব্যক্তিত্ব ডাঃ বিধান চন্দ্র রায়ের অবদানের কথা স্মরণ করে বলেন তাঁর জন্মদিন ও মৃত্যুদিন ১ জুলাই তাঁকে সম্মান জানিয়ে এদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তিনি বলেন এসকে রায় সিভিল হাসপাতালের পরিকাঠামোগত কিছুটা উন্নয়ন হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসক ও পর্যাপ্ত কর্মী না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডাঃ শুভেন্দু চক্রবর্তী বলেন বর্তমানে হাসপাতালে মাসে আশি থেকে নব্বই জনের সিজারিয়ান ডেলিভারি করা হয়। একজন এনেস্থেসিয়ার ডাক্তার রয়েছেন। তাছাড়া হাসপাতালে সনোগ্রাফি মেশিন থাকলেও রেডিওলজিস্ট না থাকায় হাসপাতালে রোগীদের সনোগ্রাফি করা সম্ভব হচ্ছে না বলে বক্তব্যে উল্লেখ করেন। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শতানন্দ ভট্টাচার্য বলেন চিকিৎসা ক্ষেত্রে মহিলা ডাক্তারের সংখ্যা বেড়ে চলেছে। তিনি বলেন তাঁরা যত্ন সহকারে রোগীর সেবা করতে সচেষ্ট। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ড্রিমসের সভাপতি গৌতম গুপ্ত।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডাঃ এম এইচ খন্দকার, ডাঃ ধ্রুব বণিক,
জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য্য প্রমুখ। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শঙ্করী চৌধুরী।

LEAVE A COMMENT

Comment