12 বছর বয়সী এক ছেলে তার বোনকে ধর্ষণ করেছে।

দিল্লিতে ঘটেছে এক মর্মস্পর্শী ঘটনা,
দিল্লিতে ঘটেছে এক মর্মস্পর্শী ঘটনা, 12 বছর বয়সী এক ছেলে তার বোনকে ধর্ষণ করেছে। মা নিজের মেয়ের শারীরিক বাধা লক্ষ্য করে তার স্বাস্থ্যের বিষয়ে জিজ্ঞাসা করার পরেই এই মামলাটি প্রকাশ্যে আসে। তখন কিশোরী জানায় যে তার ভাই তাকে দু'বার ধর্ষণ করেছে। এই কিশোর-কিশোরী তাদের বাবা-মা এবং আরও তিন ভাইবোনদের সাথে ভাড়া বাড়িতে থাকেন। তাদের বাবা একজন শ্রমিক এবং মা আবাসিক সমাজে কাজের মেয়ে হিসাবে কাজ করেন । মেয়েটির জানায় প্রায় দুই থেকে তিন মাস আগে তার ভাইয়ের দ্বারা তাকে যৌন নির্যাতন করা হয়েছিল। মেয়েটির মা মেয়ের এই দুর্দশার বিষয়টি জানার পরে চাইল্ড হেল্প লাইনকে কল করে এবং পুলিশের সম্মুখে এই ঘটনা আসে এরপর পুলিশ এই মামলার তদন্ত শুরু করেন। তদন্তে জানা গেছে যে বাবা-মাও পরিস্থিতির তীব্রতা বুঝতে পারেননি।
গত কয়েক বছর ধরে দেশে ধর্ষণ, যৌন নিপীড়ন, নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে বেড়ে চলেছে । কোভিড প্ররোচিত লকডাউনটি এ জাতীয় আর ও অনেক জঘন্য অপরাধকে বাড়িয়ে তুলেছে , যার সাথে অনেকের নজরে না পড়ে বা জোর করে অভিযুক্ত ও পরিবার কর্তৃক জড়িত থাকে। বয়ঃসন্ধি কালে বাচ্চাদের বেড়ে ওঠা শরীরের পরিবর্তন, বাচ্চাদের মধ্যে যৌন শিক্ষার বিষয়ে কম বা অল্প জ্ঞানের কারণে উপরের বর্ণিত মামলাটি পরিস্থিতির তীব্রতার মাত্রা তুলে ধরেছে।
তথ্যসূত্র :- ★ দ্য টাইমস অফ ইন্ডিয়া ।
★ প্রাগ নিউজ ।
Comment