বোয়ালীপার তৃতীয় খণ্ডে নৃশংস ভাবে গৃহবধু খুন।

বোয়ালীপার তৃতীয় খণ্ডে নৃশংস ভাবে গৃহবধু খুন।

আত্মসমর্পণ স্বামীর।

 বোয়ালীপার তৃতীয় খণ্ডে রহস্যজনক এবং নৃশংসভাবে খুন হলেন বছর কুড়ির ওয়াহিদা খানম লস্কর নামের নববিবাহিত একজন গৃহবধূ। পুলিশ সূত্রে জানা গেছে যে এই খুন বুধবার গভীর রাতে সংগঠিত হয়েছে।

হাইলাকান্দি সদর থানার নবাগত ওসি ইন্সপেক্টর আমপি দাউলগপ্পু জানিয়েছেন যে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টার সময় এই নৃশংস খুনের খবর পেয়ে তিনি দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ম্যাজিস্টেট ডেভিড বরার উপস্থিতিতে গলাকাটা অবস্থায় গৃহবধূ ওয়াহিদা খানম লস্করের মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এদিকে হতভাগ্য ওয়াহিদা খানম লস্করের খুড়তুতো ভাই মোহনপুর প্রথম খণ্ডের জাবেদ আহমেদ লস্কর সাংবাদিকদের জানান যে তার বোন ওয়াহিদা খানম লস্করের সঙ্গে মাত্র তিন দিন পূর্বে বোয়ালিপার তৃতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল রহমান লস্কররের বিবাহ হয়। কিন্তু মাত্র তিন দিনের মাথায় তার বোন ওয়াহিদা খানম লস্করের স্বামী আব্দুল রহমান লস্কর তার বোনকে বটি দা দিয়ে গলা কেটে নৃশংস ভাবে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ খুনি আব্দুল রহমান লস্করকে আজ আদালতে হাজির করেন। আদালত ধৃত আব্দুল রহমান লস্করকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মৃত ওয়াহিদা খানম লস্করের পরিবারের পক্ষ থেকে একটি খুনের মামলা সংক্রান্ত এজাহার হাইলাকান্দি সদর থানায় দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে পুড়ো ঘটনাটি খতিয়ে দেখছে এই রহস্যজনক হত্যাকাণ্ডের বিষয়ে। মাত্র বিয়ের তিন দিনের মাথায় কেন এই গৃহবধুকে নৃশংস ভাবে খুন করা হল এনিয়ে বিভিন্ন প্রশ্ন জনমনে উঠেছে। পুলিশের কাছে এখনও বিষয়টি স্পষ্ট হয় নাই কি কারনে গৃহবধুকে এভাবে রহস্যজনক এবং নৃশংসভাবে হত্যা করা হলো। পুলিশ এই বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে এবং জানিয়েছেন আসল রহস্য উদঘাটন হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর।

LEAVE A COMMENT

Comment