হাইলাকান্দিতে অনুষ্টিত লোক আদালতের ৬৯টি মামলা নিষ্পত্তি।

হাইলাকান্দিতে অনুষ্টিত লোক আদালতের ৬৯টি মামলা নিষ্পত্তি।
হাইলাকান্দি কোর্ট প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হয় । জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এতে ৬৯টি মামলার নিষ্পত্তি হয়েছে শনিবার। এতে পড়ে থাকা ফৌজদারি, মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলা এবং ব্যাংকের মামলা নিষ্পত্তি করা হয়।
মোট চারটি বেঞ্চে অনলাইনে এবং অফলাইনে কোভিড বিধি মেনে মামলার নিষ্পত্তি করা হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে ৪৪টি ব্যাংক জটিলতার মামলায় ১১ লক্ষ ৮৪৭ টাকার সেটেলমেন্ট দেওয়া হয়েছে । এছাড়া মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলায় ৩৩লক্ষ ৮ হাজার ৯০০ টাকার সেটেলমেন্ট দেওয়া হয়
Comment