লালা থানাধীন চন্দ্রপুর প্রথম খণ্ডে একদিবসীয় ভেকসীন টিকাকরন শিবির অনুষ্ঠিত।

লালা থানাধীন চন্দ্রপুর প্রথম খণ্ডে একদিবসীয় ভেকসীন টিকাকরন শিবির অনুষ্ঠিত।

লালা থানাধীন চন্দ্রপুর প্রথম খণ্ডে একদিবসীয় ভেকসীন টিকাকরন শিবির অনুষ্ঠিত।

আজ হাইলাকান্দি জেলার লালা থানাধীন চন্দ্রপুর প্রথম খণ্ডে ৪৩১ নং চন্দ্রপুর এলপি স্কুলে সম্পুর্ণ কোবিদ প্রটোকল মেনে একদিবসীয় ভেকসীন টিকাকরন শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি তথা বিস্তারক অভিজিৎ আচার্য্য আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন যে লালা থানাধীন চন্দ্রপুর প্রথম খণ্ড গ্ৰামের বাসিন্দা তথা বিজেপি কর্মী মনোজ কুমার দাস কিছু দিন পূর্বে তাকে অবগত করেন যে চন্দ্রপুর প্রতম খণ্ড গ্ৰাম থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রে একটি কোবিদ ভেকসীন টিকাকরন সেন্টার ররয়েছে।

কিন্তু চন্দ্রপুর প্রথম খণ্ড গ্ৰামের রাস্তাঘাট বেহাল এবং সামনে একটি রেলওয়ে ক্রসিং গেইট পেরিয়ে ঐ ভেকসীন টিকাকরন সেন্টারে যেতে গ্ৰামের বয়স্ক লোকদের এবং বিশেষ করে মহিলাদের যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। বিজেপি জেলা যুব মোর্চার সহ-সভাপতি তথা বিস্তারক অভিজিৎ আচার্য্য আরো বলেন যে তিনি এই বিষয়ে অবগত হওয়ার পর লালা সার্কেল অফিসের বড়বাবু কল্পজ্যোতি ভট্টাচার্য এবং লালা হাসপাতালের বি পি এম মঞ্জুর আহমেদের সঙ্গে যোগাযোগ করে একদিনের জন্য চন্দ্রপুর প্রথম খণ্ডের ৪৩১ নং চন্দ্রপুর এলপি স্কুলে আজকের এই কোবিদ ভেকসীন টিকাকরন শিবিরের ব্যবস্থা করে দেন। এখানে উল্লেখ্য যে আজকের এই এক দিবসীয় ভেকসিন টিকাকরন শিবিরে ২০০ জন লোকদের কোবিদ ভেকসীন টিকা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০ জন বয়স্ক লোকদের টিকা দেওয়া হয়। বাকী ৫০ জন মহিলা এবং অন্যান্যরা রয়েছেন। গ্ৰামবাসীরা জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি তথা বিস্তারক অভিজিৎ আচার্য্য এবং বিজেপি কর্মী মনোজ কুমার দাসের উদারবাদী মনোভাবের জন্য তাদের ভূয়সী প্রশংসা করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকের চন্দ্রপুর প্রথম খণ্ডের ৪৩১ নং চন্দ্রপুর এলপি স্কুলের কোবিদ টিকাকরন শিবির পরিচালনায় সহযোগিতায় ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি তথা বিস্তারক অভিজিৎ আচার্য্য, বিজেপি কর্মী মনোজ কুমার দাস, ৪৩১ নং চন্দ্রপুর এলপি স্কুলের পরিচালনা সমিতির সভাপতি নজরুল হোসেন বড়ভুইয়া, প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী, বিজেপি কর্মী জয় কুমার সিংহ,মিথেন্দু দাস, মুজিবুর রহমান বড়ভুইয়া, নান্টু দাস,শিরুল হোসেন লস্কর,পিনাক কান্তি দাস,বাপন বড়ভুইয়া প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment