গুটগুটি এলাকায় প্রায় তিন কিলোমিটার অসমের জমি দখল করে মিজোরা। অসম সীমান্তের বীরসীমা এলাকায় মিজোরা ঘর নির্মাণ করেছে বলেও খবর পাওয়া গেছে।

গুটগুটি এলাকায় প্রায় তিন কিলোমিটার অসমের জমি দখল করে মিজোরা। অসম সীমান্তের বীরসীমা এলাকায় মিজোরা ঘর নির্মাণ করেছে বলেও খবর পাওয়া গেছে।

সীমান্তের গুটগুটি এলাকায়া মিজোর ঘর নির্মাণ, পৌঁছল হাইলাকান্দি প্রশাসন

হাইলাকান্দি আন্তঃরাজ্য সীমান্তের বিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বুধবার পুনরায় গুটগুটি এলাকায় প্রায় তিন কিলোমিটার অসমের জমি দখল করে মিজোরা। অসম সীমান্তের বীরসীমা এলাকায় মিজোরা ঘর নির্মাণ করেছে বলেও খবর পাওয়া গেছে। মিজোরাম সরকার মিজোদের জমি দখলকে মদত দিচ্ছে বলে। অভিযোগ উঠছে রাজ্য সরকারের নির্দেশে

হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি দামছড়া থেকে বীরসীমা পর্যন্ত ২৩ কিমি গ্রামীণ সড়কের কাজ চলছে। মিজোরা সড়ক নির্মাণের খবর পেয়ে নতুন করে আরও প্রায় তিন কিমি অসমের জমি দখলের প্রচেষ্টা চালাচ্ছে।জানা গেছে, বীরসীমা এলাকায় বাঁশ দিয়ে বুধবার ঘর বানিয়েছে মিজোরা। নতুন করে ঘর বানানোর বিষয়টি হাইলাকান্দি প্রশাসনের নজরে এসেছে। খবর পেয়ে পুলিশ সুপার রমণদীপ কৌর দক্ষিণ হাইলাকান্দি ছুটে যান। কিন্তু রাস্তার বেহাল অবস্থার জন্য তিনি ঘটনাস্থল পর্যন্ত যেতে পারেননি। রাইফেলমারা থেকেই পুলিশসুপারকে ফিরে আসতে হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে কেবলমাত্র বন বিভাগের অফিসাররাই ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে সমর্থ হয়েছেন। ঘাড়মুড়ার ইনচার্জ রেঞ্জার প্রণব কলিতা ও রামনাথপুর বিট অফিসার আবুল হাসান মজুমদার সীমান্তের খবর নিয়েছেন বলে জানা যায়।

LEAVE A COMMENT

Comment