ফোর জি পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে “প্ল্যাকার্ড প্রদর্শন ধর্মঘট” পালন করলেন বিএসএনএল কর্মীরা। তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিলচরে অল ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন শিলচর জেলা কমিটি পালন করে ধর্মঘট।

ফোর জি পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে “প্ল্যাকার্ড প্রদর্শন ধর্মঘট” পালন করলেন বিএসএনএল কর্মীরা। তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিলচরে অল ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন শিলচর জেলা কমিটি পালন করে ধর্মঘট।

কোম্পানিকে টিকিয়ে রাখতে দেশজুড়ে ধর্মঘট বিএসএনএল কর্মীদের

ফোর জি পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে “প্ল্যাকার্ড প্রদর্শন ধর্মঘট” পালন করলেন বিএসএনএল কর্মীরা। তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিলচরে অল ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন শিলচর জেলা কমিটি পালন করে ধর্মঘট। সদরঘাট কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড প্রদর্শন করেন কর্মকর্তারা। প্রদর্শনকালে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন জেলা সম্পাদক গোপিকা রঞ্জন রায় বলেন, সরকার বিএসএনএল কে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে। রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে সবসময় পিছনে রাখার চেষ্টা চলছে। তিনি বলেন, মোবাইল পরিষেবা শুরু থেকেই কোম্পানিকে পিছনে রাখা হয়েছে। দেশে মোবাইল পরিষেবা চালু হওয়ার ছয় বছর পর বিএসএনএল মোবাইল পরিষেবা চালু হয়। বর্তমানে সবক’টি কোম্পানি ফোর জি চালু করেছে কিন্তু বিএসএনএল আজ অবদি চালু করেনি। সেজন্য আন্দোলন করতে হচ্ছে কর্মচারীদের। সরকার পরিষেবাকে উন্নীত করা তো দূর উল্টো বিএসএনএল এর বিটিএস টাওয়ার এবং অপ্টিক্যল ফাইবার নেটওয়ার্ক বিক্রি করার পরিকল্পনা করছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে চলছে প্ল্যাকার্ড প্রদর্শন ধর্মঘট।

 টেলিকম বিভাগ বিএসএনএল এর প্রাপ্য ৩৯০০০ কোটি টাকা প্রদান করা, গ্রাহক সেবার পর্যাপ্ত উন্নতি করা, অনতিবিলম্বে কর্মচারীদের তৃতীয় বেতন সংশোধন প্রদান করা, বিটিএস টাওয়ার এবং অপ্টিক্যল ফাইবার নেটওয়ার্ক বিক্রি করার পরিকল্পনা বাতিল করা, প্রতি মাসের শেষ দিনে কর্মচারীদের বেতন প্রদন করা ইত্যাদি

 

LEAVE A COMMENT

Comment