করিমগঞ্জে নবীন পর্যটন স্থল এওলাবাড়ি রাজাটিলা খ্যাত নাগ পাহাড়

করিমগঞ্জে নবীন  পর্যটন স্থল এওলাবাড়ি রাজাটিলা খ্যাত নাগ পাহাড়

করিমগঞ্জে নবীন পর্যটন স্থল এওলাবাড়ি রাজাটিলা খ্যাত নাগ পাহাড়

কালো পাথরের প্রকান্ড শীল। চতুর্দিকে মচাক পাথরের মধ্যে রঙিন করা ঝকঝক সিঁড়ি। এর মধ্যে কোনও একজনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথে যেন আবিষ্কার করিমগঞ্জের মানুষের নতুন পর্যটন স্থল ।ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়া। পর্যটন স্থল হিসেবে প্রসিদ্ধ হয়ে উঠেছে মাত্র পাঁচ-ছয় দিনের মধ্যে । কোভিড প্রটোকলের মধ্যেই হাজার হাজার দর্শনার্থীদের বিড় জমে উঠেছে দিনে দিনে। হ্যাঁ, অতিমারির সময়ে করোনাকালে সীমান্ত জেলা করিমগঞ্জের মানুষের কাছে নতুন আকর্ষণ ভারত-বাংলা সীমান্ত এওলাবাড়ি চা-বাগানের পার্শ্ববর্তী বিস্কুট গ্রামের মনসাবাড়ি রাজাটিলা খ্যাত নাগ পাহাড় ।গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরবর্তী মনোরম দৃশ্য প্রত্যক করতে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হচ্ছেন মানুষ। সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। করিমগঞ্জের মানুষের কাছে যেন একপ্রকার পর্যটন স্থল বর্তমান সময়ে সকলের আকর্ষণের কেন্দ্রে বিন্দু এওলাবাড়ি রাজাটিলা নাগ পাহাড়।


প্রতিদিন মানুষের উপছে পড়া ভীড় পর্যটন স্থলে। করিমগঞ্জ জেলায় বিশেষ দর্শনীয় স্থানের যথেষ্ট অভাব। গতিকে হটাৎ করে যেন প্রাণ পেয়েছে করিমগঞ্জের মানুষ। যদিও অনেকেই কোভিডের স্বাস্থ্য বিধি মেনে সেখানে উপস্থিত হলে অনেকে আবার ভুলে যান প্রটোকল।

 

LEAVE A COMMENT

Comment