কৃষি মৎস্য ও পশুপালনে আত্মনির্ভরশীল আসাম গঠনের আহ্বান মন্ত্রী অতুল বরার।

কৃষি মৎস্য ও পশুপালনে আত্মনির্ভরশীল আসাম গঠনের আহ্বান মন্ত্রী অতুল বরার।

কৃষি মৎস্য ও পশুপালনে আত্মনির্ভরশীল আসাম গঠনের আহ্বান মন্ত্রী অতুল বরার।

 কৃষি,পশুপালন, হর্টিকালচার ও সীমান্ত সুরক্ষামন্ত্রী অতুল বরা  কৃষিক্ষেত্র, মৎস্য উৎপাদন এবং পশুপালনে আত্মনির্ভরশীল আসাম গঠনের জন্য কাজ করতে অফিসারদের প্রতি আবেদন জানিয়েছেন। তিনি শুক্রবার হাইলাকান্দিতে জেলার সবকটি উন্নয়নমুখী বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে অফিসারদেরকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ধরে তা পূরণের জন্য নিরন্তর  কাজ করে যেতে বলেন। অফিসারদের সততা নিষ্ঠা বজায় রেখে নির্বাচিত  জনপ্রতিনিধিদের সমর্থন আদায় করে কাজ করে যাবার পরামর্শ দেন মন্ত্রী বরা। কৃষি বিভাগ থেকে সভায় জানানো হয় যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা জন্য চলতি বছরে৭৭ হাজার  ৫৪৬জন কৃষক বীমা রেজিস্টার্ড করেছেন। মুখ্যমন্ত্রী সমগ্র গ্রামোন্নয়ন যোজনায় জেলায় ২০৫ টি ট্রাক্টর বিতরণ করে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে স। জেলায় চলতি শাইল মরসুমে  কৃষিজমি বন্যার কবলে পড়লে পুনরায় যাতে ধানের চারা রোপণ করা যায় সে উদ্দেশ্যে প্রশাসন থেকে ৭৮ হেক্টর জমিতে ৩৯০ কুইন্টাল ধানের বীজ রুপন করে হালি চারা প্রস্তুত করার কাজ সম্পূর্ণ। ভেটেনারি বিভাগ থেকে জানানো হয়েছে জেলায় এক লক্ষ ৫১ হাজার পশুকে ভ্যাকসিন , আই ডি এবং ট্রেকিং করার লক্ষ্যমাত্রা ধার্য করে এখন পর্যন্ত ৬ হাজার পশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সমবায় বিভাগ থেকে জানানো হয় যে জেলার ২৪৮টি কো-অপারেটিভ সোসাইটির মধ্যে বর্তমানে ১০৯ টি চালু রয়েছে ।

প্রসঙ্গত সভায় মন্ত্রী বরা জানান যে জেলার পাঁচটি কো-অপারেটিভ সোসাইটি কে ৫লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বৈঠকে অংশ নিয়ে জেলার অভিভাবক মন্ত্রী তথা বন পরিবেশ আবগারি মৎস্য উন্নয়ন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ২০২২সালে ধানের  ফসল উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমানে যে বীজ বন্টন শুরু হয়েছে, সেই বন্টন প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের কেও শামিল করতে বলেন। ছবি রিভিউ মিটিংয়ে মন্ত্রী অতুল বরা হাইলাকান্দিতে শুক্রবার।

LEAVE A COMMENT

Comment