আগামী পৌরসভা নির্বাচনে হাইলাকান্দি পৌর বোর্ড দখল করতে হাইলাকান্দি বিজেপি শহর মণ্ডল (পূ্র্ব ) কমিটির কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত

আগামী পৌরসভা নির্বাচনে হাইলাকান্দি পৌর বোর্ড দখল করতে হাইলাকান্দি বিজেপি শহর মণ্ডল (পূ্র্ব ) কমিটির কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত

আগামী পৌরসভা নির্বাচনে হাইলাকান্দি পৌর বোর্ড দখল করতে হাইলাকান্দি বিজেপি শহর মণ্ডল (পূ্র্ব ) কমিটির কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত

আগামী পৌরসভা নির্বাচনে হাইলাকান্দি পৌর বোর্ড দখল করতে শনিবার হাইলাকান্দি শহর মণ্ডল বিজেপি (পূর্ব ) কমিটির পক্ষ থেকে হাইলাকান্দি শহরের জেসি পয়েন্ট হোটেল সভা কক্ষে একটি গুরুত্বপূর্ণ কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি শহর মণ্ডল বিজেপি (পূর্ব ) সভাপতি অমিত কুমার দেবের পৌরহিত্যে অনুষ্ঠিত সভার প্রারম্ভে বিজেপির দলীয় পতাকা উত্তোলন সহ ভারত মাতার প্রতিকৃতি এবং ড: শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়ালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন উপস্থিত নেত্রীবৃন্দ ও মণ্ডলের সব কার্যকর্তারা। সমবেত কণ্ঠে বন্দে মাতরম গানে নেতৃত্ব দেন মণ্ডল সম্পাদক ভাগিরতী বিশ্বাস, প্রিয়াঙ্কা দে ও উপসভানেত্রী রূপালী ভট্টাচার্য। এদিনের সভায় মণ্ডল সভাপতি স্বাগত ভাষণ রাখতে গিয়ে শহরের পূর্ব মণ্ডলের আওতাভুক্ত ৮ টি পৌর ওয়ার্ডে বিজেপির বিজয় পতাকা উড়াতে সবকটি বুথ শক্তিকেন্দ্র ও পৃষ্টাপ্রমুখের সহযোগিতা কামনা করেন। সভায় বিজেপি সরকারের জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়। যুব মোর্চার শহর মণ্ডল সভাপতি সানি বিশ্বাস বিগত দিনের কার্যক্রমের ক্ষতিয়ান সভায় পেশ করেন।

প্রাক্তন জেলা সভাপতি নেপাল চক্রবর্তী সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দলীয় অভিজ্ঞতা এবং আগামী দিনের পথ চলার পরামর্শ দেন। এদিকে আগামী পৌরসভা নির্বাচনের দিকে লক্ষ রেখে শীঘ্রই মণ্ডলের দু-একজন বুথ সভাপতিকে প্রয়োজনে বদলী করে নতুন বুথ সভাপতি,পৃষ্ঠা প্রমুখ পদেও দু-এক জায়গায় পরিবর্তন করা হচ্ছে। এমর্মে এদিন প্রস্তাবও নিয়েছে সংশ্লিষ্ট মণ্ডল কমিটি। সভার শেষ দিকে এদিন ১ নং ওয়ার্ডের ৫৯ নং বুথে নতুন সভাপতি পদে নিযুক্তি পান সুসান্ত সাহা। তার হাতে নিযুক্তিপত্র তুলে দেন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য,মনোজিৎ সেন,অমিত কুমার দেব (সানি)। এখানে উল্লেখ্য যে এদিন কার্যনির্বাহী সভা‌ শুরুর আগে স্থানীয় শহীদ বেদীতে বৃক্ষারোপন করেন মণ্ডলের পক্ষে অমিত কুমার দেব, রূপালী ভট্টাচার্য,বিক্রম দত্ত ও কল্যাণময় সূত্রধর।

LEAVE A COMMENT

Comment