হাইলাকান্দি সদর পুলিশ এক অভিযান চালিয়ে হাইলাকান্দি শহরের লস্কর মেডিকস থেকে ৮২ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করে।

হাইলাকান্দি সদর পুলিশ এক অভিযান চালিয়ে হাইলাকান্দি শহরের লস্কর মেডিকস থেকে ৮২ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করে।

ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশ।

 হাইলাকান্দি সদর পুলিশ শুক্রবার এক অভিযান চালিয়ে হাইলাকান্দি শহরের লস্কর মেডিকস থেকে ৮২ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করে। এই ঘটনায় অভিযুক্ত দুই পাণ্ডাকে গ্ৰেফতার করে হাইলাকান্দি পুলিশ। শুক্রবার রাত নয়টার সময় এক গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর আমপি দাউলগপ্পুর নেতৃত্বে পুলিশের একটি দল

হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের নিকটে থাকা লস্কর মেডিকসে হানা দিয়ে ৮২ টি বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করে। এদিনই এই ঘটনার সঙ্গে জড়িত রাঙ্গাউটি প্রথম খণ্ডের দিদারুল ইসলাম লস্কর (২৬) এবং নারাইনপুর পঞ্চম খণ্ডের  মুমিন রসুল লস্করকে(২৮) হাইলাকান্দি পুলিশ গ্ৰেফতার করে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এই লস্কর মেডিকস ঔষধের দোকানে ভেজাল মেশানো ঔষধ বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল। অবশেষে এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ নড়েচড়ে বসে এবং এই অভিযান চালিয়ে সফলতা অর্জন করে। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। হাইলাকান্দি থানার ওসি ইন্সপেক্টর আমপি দাউলগপ্পু জানান যে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং এই রকম অভিযান আরো চালানো হবে।

LEAVE A COMMENT

Comment