বড়াইলাকান্দি হিলাল উদ্দিন মেমোরিয়াল এম ই স্কুলে বিগত পাঁচ বছর ধরে স্কুলে ক্লাস হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।

বড়াইলাকান্দি হিলাল উদ্দিন মেমোরিয়াল এম ই স্কুলে বিগত পাঁচ বছর ধরে স্কুলে ক্লাস হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।

স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ স্থানীয়দের। তদন্তের দাবি।

 হাইলাকান্দি জেলার বড়াইলাকান্দি হিলাল উদ্দিন মেমোরিয়াল এম ই স্কুলের পড়াশোনা লাটে উঠেছে। বছরের পর বছর স্কুলে ক্লাস হচ্ছে না কিন্তু স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষয়ত্রীরা মাইনে গুনছেন প্রতি মাসে এমনই গুরতর অভিযোগ আনলেন স্কুলের অভিভাবক সহ স্থানীয়রা।

আজ স্থানীয় অভিভাবকরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন যে এই স্কুল ১৯৮৫ সনে স্থাপিত হয়ার পর থেকে প্রথমদিগে নিয়মিত ক্লাস হইত কিন্তু বিগত পাঁচ বছর ধরে স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে না। তারা ক্ষোভের সঙ্গে জানান যে স্কুলের রেকর্ড বুকে এনরোলমেন্ট মোট ৮০ জন ছাত্র-ছাত্রী থাকলেও বাস্তবে কিন্তু মাত্র চার পাঁচ জন ছাত্র ছাত্রীদের এনরোলমেন্ট আছে এই স্কুলে। স্কুল প্রধান শিক্ষক সহ মোট ৭ জন শিক্ষক-শিক্ষয়ত্রী আছে এই স্কুলে কিন্তু তারা স্কুলে বছরে একবার কি দুবার আসেন। এই সরকারী স্কুলে বছরের পর বছর ক্লাস না হওয়ায় জন্য অভিভাবকরা বাধ্য হয়ে তাদের ছেলে-মেয়েদের স্থানীয় রাইজিং সান বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হয়েছেন। অভিভাবক এবং স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন যে হিলাল উদ্দিন মেমোরিয়াল এম ই স্কুলের প্রধান শিক্ষক আইনুল হক বড়ভুইয়া সর্বশিক্ষার অধীনে ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার কতৃক সেংসন হওয়া খাদ্য সামগ্রীর টাকা সহ স্কুলের মেরামতীর জন্য আসা টাকা আত্মসাৎ করেছেন। এই বিষয়ে স্কুল পরিচালন সমিতির সহ-সভানেত্রী রুকিয়া বেগম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য তাজ  উদ্দিন চৌধুরী,এস কে শরফিজ উদ্দিন,মবহুল হুসেইন চৌধুরী জানান যে তারা এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আইনূল হক বড়ভুইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি কোন সদুত্তর দিচ্ছেন না। তাই এই বিষয়ে স্থানীয় জনগণ সহ অভিভাবকরা প্রধান শিক্ষক আইনুল হক বড়ভুইয়ার বিরুদ্ধে তদন্ত মূলক ব্যবস্থা গ্ৰহন করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের নিকট জোরালো দাবি জানিয়েছেন।

LEAVE A COMMENT

Comment