চা বাগান জনজাতি দের সমস্যা সমাধানে, চা বাগান মোর্চার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অর্জুন তেলেঙ্গী

চা বাগান জনজাতি দের সমস্যা সমাধানে, চা বাগান মোর্চার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অর্জুন তেলেঙ্গী
আসামের হাইলাকান্দী জিলার মোহনপুর চাবাগানের জনজাতিদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে আজ বৈঠক করেন আলগাপুর সমষ্টির ভারতীয় জনতা পার্টির চা বাগান মোর্চার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অর্জুন তেলেঙ্গী। এখানকার চা জনজাতিদের দীর্ঘ দিন থেকে জলের সমস্যা সমাধান করবেন বলে জানিয়েছেন অর্জুন তেলেঙ্গী । ২০২১ ইং এপ্রিল মাসের বিধান সভা নির্বাচনের পর খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধান করবেন । শ্রীযুক্ত অর্জুন তেলেঙ্গী জানান এখনও যাহারা প্রধান মন্ত্রী আভাস থেকে বঞ্চিত আছেন , বিধান সভা নির্বাচনের পর প্রত্যেক পরিবারকে একটি করে প্রধানমন্ত্রী আবাস দেওয়া হবে বল জানিয়েছেন। আজ চা বাগান জনজাতির বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকন্দী জিলার জিলা সম্পাদক শ্রীযুক্ত কিরণ তেলী মহাশয় , স্থানীয় সমাজ সেবী লাখীয়া রবিদাস , সুরজ রাও , দীপক রী সহ স্থানীয় প্রায় পঞ্চাশের অধিক জনজাতি উপস্থিত ছিলেন ।
Comment
Hello World! https://38b9wp.com?hs=19ab928b95cf3d38353af254454d4ab4&
14 December 2022, 05:43 AM