হাইলাকান্দি জিপি সভাপতি ইউনিয়ন ফোরামের পক্ষ থেকে হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে বিপুল সংবর্ধনা।

হাইলাকান্দি জিপি সভাপতি ইউনিয়ন ফোরামের পক্ষ থেকে হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে বিপুল সংবর্ধনা।
হাইলাকান্দি জিপি সভাপতি/ সভানেত্রীদের ইউনিয়ন ফোরামের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বেলা দুইটার সময় মাটিজুরি পাইকান জিপির সভাপতি তথা হাইলাকান্দি জেলার জিপি সভাপতি/সভানেত্রীদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে সংবর্ধনা প্রদান করে। জেলার জিপি সভাপতি /সভানেত্রীদের ইউনিয়ন ফোরামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তথা মাটিজুরী পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় এদিন পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে অসমিয়া গামছা এবং ফুলের তোড়া দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন। এদিন জিপি সভাপতি/সভানেত্রীদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক তথা মাটিজুরী পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের সঙ্গে জেলার অসম-মিজোরাম সীমান্ত নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি জেলার অসম-মিজোরাম সীমান্ত সমস্যার সমাধানে পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। এদিন রাজেশ বাবু জেলার বিভিন্ন জিপিতে চলা সেন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত মূলক ব্যবস্থা গ্ৰহন করার জন্য পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের কাছে জোরালো দাবি জানান। তিনি হাইলাকান্দি শহরের যানজট সমস্যার নিরশনে ট্রাফিক ব্যবস্থাকে আরো সক্রিয় করার জন্য পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির এস সি মোর্চার নেতা অভ্র রায়,অরুন নাইডু বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান বড়ভুইয়া প্রমুখ ব্যাক্তিবর্গ।
Comment