হাইলাকান্দির বন্দুকমারাতে সংঘটিত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত ‌আব্দুল্লা বড়ভুইয়া গ্ৰেফতার।

হাইলাকান্দির বন্দুকমারাতে সংঘটিত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত ‌আব্দুল্লা বড়ভুইয়া গ্ৰেফতার।

হাইলাকান্দির বন্দুকমারাতে সংঘটিত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত ‌আব্দুল্লা বড়ভুইয়া গ্ৰেফতার।

 হাইলাকান্দি জেলার বন্দুকমারাতে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত ‌আব্দুল্লা বড়ভুইয়াকে গ্ৰেফতার করেছে বন্দুকমারা পুলিশ। এখানে উল্লেখ্য যে শনিবার বন্দুকমারা এলাকার বাসিন্দা নজরুল আমিন নামের এক ব্যক্তি আনুমানিক সকাল ৯ টার সময় তার নিজের ধান ক্ষেতে ধান কাটতে গেলে তারই গ্ৰামের আরেক বাসিন্দা আব্দুল্লা বড়ভুইয়া তাকে পেছন থেকে একটি রড দিয়ে উপর্যুপরি আঘাত করে এতে সে গুরতর আহত হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় তার নিকট আত্মীয়রা তাকে প্রথমে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে নিয়ে গেলে ‌তার অবস্থার অবনতি হলে তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর বেশ নড়েচড়ে উঠে বন্দুকমারা পুলিশ এবং এই নারকীয় হত্যাকাণ্ডের চব্বিশ ঘণ্টা পূর্ণ হবার আগেই বন্দুকমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যা সাতটার সময় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাইলাকান্দি বাজার এলাকা থেকে এই নারকীয় হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত ‌আব্দুল্লা বড়ভুইয়াকে গ্ৰেফতার করে হাইলাকান্দি সদর থানায় পাঠিয়ে দেন। সদর থানার ওসি ইন্সপেক্টর আমপি দাউলগপ্পু আজ সাংবাদিকদের জানান যে বন্দুকমারা এলাকাতে সংঘটিত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত ‌আব্দুল্লা বড়ভুইয়াকে আজ পুলিশ হাইলাকান্দির মুখ্য ন্যায় দণ্ডাদিশের আদালতে হাজির করেন। এরপর আদালতের নির্দেশে পুলিশ ধৃত আব্দুল্লা বড়ভুইয়াকে জেল হাজতে পাঠিয়েছে বলে জানান ওসি ইন্সপেক্টর আমপি দাউলগপ্পু।

LEAVE A COMMENT

Comment