হাইলাকান্দিতে আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া গ্রন্থাগারের উদ্বোধন

হাইলাকান্দিতে আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া গ্রন্থাগারের উদ্বোধন

কোরানের সঙ্গে গীতা,রামায়ণ সহ ধর্মগ্রন্থের জ্ঞান অর্জনের পরামর্শ দেন আমিরে শরীয়ত ইউসুফ আলি ।

হাইলাকান্দিতে আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া স্মৃতি গ্রন্থাগারের  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সম্প্রতি হাইলাকান্দি শহরে হাইলাকান্দি জেলানদওয়াতুত তামীরের কার্য্যালয়ের দ্বিতল ভবনে ফিতাকেটে গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন আমিরে শরীয়ত আল্লামা ইউসুফ আলি।সঙ্গে ছিলেন উত্তরপূর্ব ভারত এমারতে শরীয়াহ ও নদওয়াতুত তামীরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া।জ্ঞানবিজ্ঞানে জাতির উন্নতিতে প্রয়াত আমিরে শরীয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়ার রেখে যাওয়া স্বপ্নকে সাকার করে হাইলাকান্দি শহরে ধর্মীয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে প্রথমবার গ্রন্থাগারের উদ্বোধন করা হয়।এ উপলক্ষ্যে আয়োজিত  সভা আলো করে রেখেছিলেন আমিরে শরীয়ত আল্লামা ইউসুফ আলি। পবিত্র কোরানের সঙ্গে গীতা,রামায়ণ,মহাভারত  সহ অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করে জ্ঞান অর্জনের পরামর্শ দেন তিনি।বলেন,যে জাতি জ্ঞানবিজ্ঞান অর্জন করেছে।সেই জাতি সবচেয়ে উন্নত।  প্রয়াতআমিরে শরীয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া আজীবন জ্ঞানবিজ্ঞানে জাতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে গেছেন।বরাকে খিলঞ্জিয়া কারা এই তথ্য আমরা ইতিহাস থেকে জানতে পারি।আজকের দিনে গ্রন্থাগারের যথেষ্ট গুরুত্ব রয়েছে।আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া গ্রন্থাগার পরিপূর্ণ করতে কমপক্ষে কুড়িলক্ষ টাকা প্রয়োজন। গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে আমিরে শরীয়ত সকলের সহযোগিতা কামনা করেন। পড়ার ওপর গুরুত্ব আরোপ করে আমিরে শরীয়ত বলেন,প্রয়াত আমিরে শরীয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়ার বাড়িতে গ্রন্থাগার রয়েছে।জ্ঞান অর্জনের গুরুত্ব বুঝাতে আমিরে শরীয়ত ইউসুফ আলি বলেন, একটি বিষয় সম্পর্কে জ্ঞানের অভাব থাকায়  প্রয়াত আমিরে শরীয়ত   আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়ার দ্বারস্থ হয়েছিলেন।জ্ঞানের ভাণ্ডার প্রয়াত আমিরে শরীয়তের কাছ থেকে জ্ঞান পেয়ে জ্ঞানের অভাবে যে সমস্যায় পড়েছিলেন তাৎক্ষণিকভাবে তা সমাধান হয়।জ্ঞান আহরণের শেষ নেই।জ্ঞানবিজ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন আমিরে শরীয়ত।আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়ার কর্মময় জীবনের বর্ণময় নানা দিক স্মৃতিচারণ করে গ্রন্থাগারের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন নদওয়াতুত তামীরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া,সাহেবজাদা মওলানা আবুল খয়ের মেহবুব বড়ভূইয়া, হাইলাকান্দি জেলানদওয়ার সভাপতি মওলানা মস্তুফা আহমেদ বড়ভূইয়া,কেন্দ্রীয় ক্বাজী মওলানা ইসমাইল আলি লস্কর,হাইলাকান্দি জেলাক্বাজী ডঃ নিজাম উদ্দিন চৌধুরী,মওলানা জলাল উদ্দিন চৌধুরী,রুহুল আমিন নদওয়ী,হাইলাকান্দি পাবলিকের এইচ,এস,স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভূইয়া।এদিনের সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন হাইলাকান্দি জেলানদওয়ার সাধারণ সম্পাদক মওলানা হিফজুর রহমান মজুমদার।আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া স্মৃতি গ্রন্থাগারের নতুন ভবন নির্মাণে সহযোগিতায় তিনি বিধায়ক জাকির হুসেন লস্করের ভাই কলিম উদ্দিন লস্করের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।গ্রন্থাগারকে পরিপূর্ণ করতে সবসধরণের সাহায্য ও সহযোগিতা করবেন বলে সভায় ঘোষণা করেন সমাজকর্মী কলিম উদ্দিন লস্কর।সভায় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন  নদওয়াতুত তামীরের কেন্দ্রীয় সম্পাদক মওলানা সাহাব উদ্দিন লস্কর,হাইলাকান্দি জেলাযুব নদওয়ার প্রচার সম্পাদক আবুল কালাম মজুমদার।(বক্তব্য রাখছেন আমিরে শরীয়ত মওলানা ইউসুফ আলি।পাশে রয়েছেন মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া,মওলানা মস্তুফা আহমেদ বড়ভূইয়া সহ বিশিষ্টজনেরা)

LEAVE A COMMENT

Comment