বাউয়ারঘাট প্রথম খণ্ডের একটি কালপার্টের শিলান্যাসের কাজকে মাঝপথে আটকে দিল এজেওয়াইসিপির আঞ্চলিক কমিটি।

বাউয়ারঘাট প্রথম খণ্ডের একটি কালপার্টের শিলান্যাসের কাজকে মাঝপথে আটকে দিল এজেওয়াইসিপির আঞ্চলিক কমিটি।

বাউয়ারঘাট জিপি সভাপতি এবং সচিবের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ এজেওয়াইসিপির আঞ্চলিক কমিটির। তদন্তের দাবি।

বাউয়ারঘাট প্রথম খণ্ডের একটি কালপার্টের শিলান্যাসের কাজকে মাঝপথে আটকে দিল এজেওয়াইসিপির আঞ্চলিক কমিটি। বাউয়ারঘাট জিপি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী এবং জিপি সচিব আব্দুল লতিফ মজুমদার ও জিআরএস ডালিম উদ্দিন লস্করের বিরুদ্ধে সীমাহীন দুর্ণীতির অভিযোগ আনল এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটি।আজ সকাল ১০ টার সময় যখন বাউয়ারঘাট প্রথম খণ্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন লস্করের ব্যক্তিগত জায়গায়একটি কালপার্টের শিলান্যাস জিপি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী এবং তার সমর্থকরা করছিলেন তখনই প্রতিবাদী কণ্ঠ এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির সদস্যরা প্রতিবাদে সরব হয়ে এই কালপার্টের শিলান্যাসের কাজকে মাঝপথে আটকে দেন। এজেওয়াইসীপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির কর্মকর্তাদের অভিযোগ জিপি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী নিজের এবং স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন লস্করের ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যকে চরিতার্থ করতে এই শিলান্যাসের কাজ করেছিলেন। কারন এই কালপার্টের শিলান্যাস করা জায়গাটি কোন সরকারি জায়গা বা পি ডব্লিউ ডির জায়গা নয়। এই বিষয়ে প্রতিবাদ সাব্যস্ত করে আজ এক সাংবাদিক সম্মেলনে এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন লস্কর জানান যে বাউয়ারঘাট জিপি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্ৰামবাসীদের বিষয়ে চিন্তা না করে তার নিজের এবং ঐ জায়গায় মালিক গিয়াস উদ্দিনের ব্যক্তিগত লাভের জন্য এই শিলান্যাসের কাজ আরম্ব করেছিলেন। তাই এজেওয়াইসিপির আঞ্চলিক কমিটি এই শিলান্যাসের কাজকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এজেওয়াইসীপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন লস্কর এবং অন্যান্য কর্মকর্তারা আরো বলেন যে জিপি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী জিপি সচিব আব্দুল লতিফ মজুমদার (কালাই মিয়া) ও জিআরএস ডালিম উদ্দিন লস্কর জিপির এমজিএনরেগা,পিএমওয়াই,তারা পাম্প,ফোরটিন ফাইনান্স এবং ফিফটিন ফাইন্যান্সের প্রকল্পের লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ সহ বিভিন্ন সিন্ডিকেট ও সীমাহীন দুর্ণীতির সঙ্গে যুক্ত ‌রয়েছেন।

তাই তারা এই বিষয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে বিহিত ব্যবস্থা গ্ৰহন সহ তদন্তের দাবি জানান। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন লস্কর, কার্যকরী সভাপতি সহ-সভাপতি জহরুল ইসলাম বড়ভুইয়া,সেলিম উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লস্কর,কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন লস্কর প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment