বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্ত সুরক্ষা প্রমুখ মনোনিত হয়েছেন হাইলাকান্দির বিক্রমজিৎ ভট্টাচার্য।

বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্ত সুরক্ষা প্রমুখ মনোনিত হয়েছেন হাইলাকান্দির বিক্রমজিৎ ভট্টাচার্য।

বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্ত সুরক্ষা প্রমুখ মনোনিত হয়েছেন হাইলাকান্দির বিক্রমজিৎ ভট্টাচার্য।

 সন্ধ্যা ৭ঘটিকায় শ্রীভূমি জেলার‌  শ্রীগৌরী মাধবধামে বজরংদলের দক্ষিণ-পূর্ব প্রান্তের প্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়,ওমকার  ধনি একাত্মতা মন্ত্র ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সভা শুরু হয় উক্ত সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, হিন্দু সমাজের সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি স্বপন শুক্ল বৈদ্য মহাশয়, সম্পাদক শান্তনু নায়েক মহাশয়, বজরংদলের প্রান্তের সাংযোজক বিষ্ণু ভট্টাচার্য মহাশয়, মিলন কেন্দ্র প্রমুখ পৃতম দাস মহাশয় সহ প্রান্ত, জেলা, প্রখণ্ডের অনেক দায়িত্ববান কার্যকর্তাগণ।  মাধবদামে বজরংদলের প্রান্ত বৈঠকে বজরংদলের শক্তি বৃদ্ধির জন্য দক্ষিণ আসাম প্রান্তের সুরক্ষা প্রমূখ হিসাবে নব দ্ধায়িত্ব প্রাপ্ত হলেন হাইলাকান্দি জেলার প্রাক্তন জেলা সংযোজক বিক্রমজিৎ ভট্টাচার্য।সংঘটনের সকলে আশাবাদী প্রান্তের  নবদায়িত্ব প্রাপ্ত দক্ষিণ-পূর্ব প্রান্ত সুরক্ষা প্রমুখ বিক্তমজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে বজরঙ্গি দের হাত ধরে দক্ষিণ আসাম প্রান্তের সাংগঠনিক কার্যক্রম ও শক্তি আরও বৃদ্ধি পাবে। দ্বায়িত্ব গ্ৰহণের পর বজরং দলের দক্ষিণ প্রান্ত সুরক্ষা প্রমুখ বিক্রমজিৎ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন যে হিন্দু সম্প্রদায়ের সম্মান রক্ষা করা এবং সংগঠনকে আরো শক্তিশালী করাই থাকবে তার প্রধান লক্ষ্য।

LEAVE A COMMENT

Comment