R S S -এর পথ সঞ্চলন ।

R S S -এর পথ সঞ্চলন ।

উপস্থিত ছিলেন পশ্চিম কাছার জিলার কালাইন নগর বিস্তারক শ্রীযুক্ত সুযয় পাল ।

R S S -এর পথ সঞ্চলন । সমস্ত বিশ্বের ন‍্যায়   দেবীর আগমনের তিথিতে  আর এস এস , -এর পথ সঞ্চলন বরাক উপত্যকায় । সমস্ত দেশের ন‍্যায় আসামের বরাক উপত্যকার  কাছার জিলা , করিমগঞ্জ জিলা এবং হাইলাকান্দী জিলায় দেবীর আগমনে, মহালয়ার প্রভাতে  পথ সঞ্চলন উদযাপন করা হয়।  কাছার জিলার কাটিগড়া সমষ্টির কালাইন নগরে  প্রভাত ৭ ঘটিকায় পথ সঞ্চলন শুরু করে ৪৫ মিনিট  অতিক্রম করে পথ সঞ্চলন  বিকিরো করা হয় । সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম কাছার জিলার কালাইন নগর বিস্তারক শ্রীযুক্ত সুযয় পাল । হাইলাকান্দী জিলার আলগাপুর সমষ্টির উত্তর বদরপুর অর্থাৎ ঠান্ডাপুর, কপিলমুনির আশ্রম সিদ্বেশ্বর শিব মন্দিরের নিকটবর্তী পাঁচগ্রাম  কালিবাড়ির ময়দান থেকে সকাল ৮ টায় সম্পত করে ৮ :৩০ মিনিটে  প্রার্থনা করার পর ধ্বজ প্রণাম করে  প্রচলো  শুরু করা হয় । পাঁচগ্রাম ন‍্যাশানেল হাইওয়ে হয়ে কাছার কাগজ কলের সন্মুখীন হয়ে ধলেশ্বরী সেতু হয়ে ৪৫ মিনিট অতিক্রম করে  বাগমারা দূর্গা মন্ডপে ৯:১৫ মিনিটে ধ্বজ প্রণাম করে বিকিরো করা হয়। এখানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জিলার জিলা প্রচারক মাননীয় রবিন্দ্র দাস মহাশয় ।   সেখানে খাওয়া দাওয়ার ব্যাবস্থা ছিলো দিব‍্যশুদ্ব পানীয় জল , চা, বিস্কুট, এবং পোলাও ঘুঘনি । সকল স্বয়ংসেবক রা খাওয়া দাওয়ার পর অনুষ্ঠান শেষ করা হয় । করিমগঞ্জ জিলার  বদরপুর সমষ্টির গুরামারাতে পথ সঞ্চলন করা হয়  বিকাল ৩ টায় সম্পত করে ৩:৩০ প্রার্থনা করার পর প্রচলো শুরু করা হয় শেকিকানিসাইল সাবসেন্টার হতে রব্বির খালের পাড়ে দিয়ে প্রজেক্ট হয়ে  লস্কর বাজার অতিক্রম করে  গুরামারা কমিউনিটি হলে বিকিরো করা হয় । বৌদ্ধিক প্রদান করেন শ্রীযুক্ত শঙ্কর দেব মহাশয় ।  উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের সেবা প্রমুখ মাননীয় নিরুপম আচার্যী মহাশয় ,  দক্ষিণ আসাম প্রান্তের ঘোষ প্রমুখ মাননীয় শরৎ কুমার জী , বরিষ্ট প্রচারক মাননীয় রানা দা ,  বাগবাড়ী খন্ডের ব‍্যাবস্তা প্রমুখ গৌতম নমশুদ্র, বাগবাড়ী খন্ড কার্যবাহ মিন্টু দাস , দত্তপুর খন্ডের কার্যবাহ জ্বয়দ্বীপ রুদ্রপাল , বাগবাড়ীর সেবা প্রমুখ শশাঙ্কর নমশুদ্র , বদরপুর নগরের কার্যবাহ সুব্রত দাস , এবং  বদরপুর রানা প্রতাপ শাখার কার্যবাহ শ্রীযুক্ত বিশ্ববরন বরুয়া , বৌদ্ধিক প্রদান করার পূর্বে একক গীত এবং সাময়িক পরিবেশন করেন সঞ্জয় মালাকার , বদরপুরের সংঘ চালক শ্রীযুক্ত শঙ্কর দেব মহাশয় বলেছেন প্রতি বছরেই মহালয়ায় দেবি শক্তির আগমনে পথ সঞ্চলন করা হয় । ১৯২৫ ইংরেজির বিজয়া দশমীর দিনে R S S  -এর প্রতিষ্ঠা করা হয় । আজ বিশ্বের সবচেয়ে বড় শক্তি শালী সংঘটন । বিশ্বের সবদেশে R S S এর কাজ চলছে দ্রুত গতিতে ।  বৈদিক সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম রক্ষার জন্য হিন্দু রাষ্ট্রের কল‍্যানের জন্য এই সংঘটন তৈরী করা হয় । R S S কোন রাজনৈতিক দল নয় । R S S একটি হিন্দু সংঘটন । বৌদ্ধিক শেষে দিব‍্য শুদ্ধ পানিয় জল রুটি শব্জি এবং কেক খাওয়ানো হয়।

LEAVE A COMMENT

Comment