হাইলাকান্দিতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে।

হাইলাকান্দিতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে।

কলেজ রোডের অরুণোদয় প্রণবসংঘের এবারের তাদের ৫৩ তম পূজাবার্ষীকি জানালেন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার ঘোষ।

 হাইলাকান্দিতে সনাতন‌ ধর্মাবলম্বী বাঙ্গালীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি জোর কদমে চলছে। একরকম প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে এসে গেছে। এই উপলক্ষে আজ বেলা একটার সময় এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দির কলেজ রোডের বাণী মন্দির সংলগ্ন অরুণোদয় প্রণবসংঘের দূর্গাপূজার উৎযাপন কমিটির সভাপতি অনুপ কুমার ঘোষ বলেন যে এবারের তাদের অরুণোদয় প্রণবসংঘের ৫৩ তম সার্বজনীন দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই বর্তমানে করোনা পরিস্থিতি থাকার জন্য তাদের পূজা কমিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্ৰহন করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী পূজো মণ্ডপে বিশেষ ভাবে মাস্ক এবং স্যানেটাইজেশনের ব্যবস্থা থাকবে। প্রত্যেক ভক্ত এবং দর্শনার্থীদের কোবিদ টিকাকরনের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে অন্যথায় মণ্ডোপে প্রবেশ করতে দেওয়া হবে না। তাছাড়াও কোন ব্যক্তিকে করোনা আক্রান্ত বলে সন্দেহ হলে পূজা কমিটি তাকে আটকে রেখে প্রশাসনকে অবগত করবে। তিনি আরো জানান যে এবারের শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ কোবিদ প্রটোকল মেনে করা হবে। এবারের পূজোতে শুধুমাত্র শুকনো মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান অনুপ কুমার ঘোষ। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আম জনতাকে প্রীতি ও শুভেচ্ছা জানান।

LEAVE A COMMENT

Comment