স্কুল পরিচালন কমিটি গঠনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র মহেন্দ্র চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ আনল অভিভাবক মহল।

স্কুল পরিচালন কমিটি গঠনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র মহেন্দ্র চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ আনল অভিভাবক মহল।

স্কুল পরিচালন কমিটি গঠনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র মহেন্দ্র চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ আনল অভিভাবক মহল।

 স্কুল পরিচালন সমিতি গঠনের ক্ষেত্রে হাইলাকান্দি জেলার বোয়ালীপারের ঈশ্বরচন্দ্র মহেন্দ্র চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী লস্করের বিরুদ্ধে দুর্ণীতি এবং পক্ষপাতিত্ব মূলক আচরণের অভিযোগ আনল অভিভাবক মহল। আজ এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে অভিভাবকদের পক্ষ থেকে আবুল হোসেন চৌধুরী এবং অন্যান্য অভিভাবকরা জানান যে বোয়ালীপারের ঈশ্বরচন্দ্র মহেন্দ্র চন্দ্র হাইস্কুলের পুরাতন পরিচালন সমিতির সভাপতি অভরাংশু দেব চৌধুরী বিভিন্ন দুর্ণীতিতে লিপ্ত ছিলেন এবং তার উপর একটি ক্রিমিনাল কেস রয়েছে। এরপর রাজ্য সরকার থেকে নতুন স্কুল পরিচালন সমিতি গঠনের নির্দেশ আসলে স্কুলের প্রধান শিক্ষক স্কুল পরিচালন সমিতি গঠনের জন্য অভিভাবকদের সভা না ডেকে উনি পক্ষ পাতিত্ব মূলক আচরণের মাধ্যমে পুরাতন পরিচালন সমিতির দুর্ণীতিতে লিপ্ত এবং একটি ক্রিমিনাল মামলায় অভিযুক্ত সভাপতি অভরাংশু দেব চৌধুরীকে সভাপতি মনোনীত করে পুরাতন কমিটিকে বহাল রাখার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। অভিভাবকরা ক্ষোভের সঙ্গে জানান যে অভিভাবকদের মতামতকে পাত্তা না দিয়ে বোয়ালীপারের ঈশ্বর চন্দ্র মহেন্দ্র চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী লস্কর নিজের স্বার্থ রক্ষার জন্য পুরাতন কমিটিকে বহাল রেখে দুর্ণীতিবাজ একজন লোককে সভাপতি মনোনীত করতে যাচ্ছেন। এদিন অভিভাবকদের একটি প্রতিনিধি দল বর্তমানে স্কুল সমুহের পরিদর্শক ইকবাল হোসেন মজুমদার ছুটিতে থাকায় হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝার সঙ্গে দেখা করে এই বিষয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী লস্করের  বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্ৰহন সহ বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র প্রদান করেন এবং এর একটি প্রতিলিপি স্কুল পরিদর্শক কার্যালয়ের বড়বাবুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালীপার জিপি সভাপতি শরিফ উদ্দিন মাঝারভুইয়া,দিপ্তী রায়, জোৎস্না রায়,লাকী রাণী রায়,চম্পী রায়, রত্না মালাকার,রাখী রায় প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment