হাইলাকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এস ইউ সি আই এর তত্ত্বাবধানে বুক ষ্টল খোলা হয়েছে।

হাইলাকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এস ইউ সি আই এর তত্ত্বাবধানে বুক ষ্টল খোলা হয়েছে।

হাইলাকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এস ইউ সি আই এর তত্ত্বাবধানে বুক ষ্টল খোলা হয়েছে।

হাইলাকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এস ইউ সি আই এর জেলা কমিটির পক্ষ থেকে হাইলাকান্দির শিববাড়ি রোডস্থিত বৈদ্যনাথ ঔষধালয়ের নিকটে একটি বুক ষ্টল খোলা হয়েছে। আজ এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে সোসিয়ালিষ্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট) পার্টির জেলা কমিটির সম্পাদক প্রবাস চন্দ্র সরকার এবং কার্যনির্বাহী সদস্য সুসীল পাল জানান যে প্রতি বৎসরই শারদীয় দুর্গাপূজার সময়ে এস ইউ সি আই এর জেলা কমিটির পক্ষ থেকে বুক ষ্টল খোলা হয়। এবারের শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে এই বুক ষ্টলৈর শুভ উদ্ভোধন করেন এস ইউ সি আই এর রাজ্যিক কমিটির কার্যনির্বাহী সদস্য ময়ুক ভট্টাচার্য মহাশয়। তারা আরো জানান যে এই দূর্গাপূজার চারদিনই বুক ষ্টল খোলা থাকিবে এবং অত্যন্ত সুলভ মূল্যে ক্রেতারা পুস্তক ক্রয় করতে পারবেন। এই অস্থায়ী বুক ষ্টলে বিভিন্ন মনিষীদের জীবনী এবং তাদের মূল্যায়ন সম্পর্কিত বই,গণ আন্দোলনের দিক নির্দেশনামূলক পুস্তক,সমাজ উন্নয়নের ক্ষেত্রে পথ নিদর্শক পুস্তক আছে।
(হাইলাকান্দি থেকে সিপ্রীয়ান ডায়াসের প্রতিবেদন )

LEAVE A COMMENT

Comment