হাইলাকান্দি জেলার ১৩ টি সর্বজনীন ও প্রতিষ্ঠানিক পুজোকে শারদশ্রী সম্মান পুরষ্কারে ভূষিত করল হিন্দু জাগরণ মঞ্চ, হাইলাকান্দি।

হাইলাকান্দি জেলার ১৩ টি সর্বজনীন ও প্রতিষ্ঠানিক পুজোকে  শারদশ্রী সম্মান পুরষ্কারে ভূষিত করল হিন্দু জাগরণ মঞ্চ, হাইলাকান্দি।

হাইলাকান্দি জেলার ১৩ টি সর্বজনীন ও প্রতিষ্ঠানিক পুজোকে শারদশ্রী সম্মান পুরষ্কারে ভূষিত করল হিন্দু জাগরণ মঞ্চ, হাইলাকান্দি।

 হিন্দু জাগরণ মঞ্চের হাইলাকান্দি জেলা শাখার পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ১৩ টি সার্বজনীন ও প্রতিষ্টানিক পূজো কমিটিকে শারদশ্রী সম্মান পুরস্কারে ভূষিত করা হয়। অবশ্য কোভিদ মহামারির কারনে সরকারী বিধি নিষেধ বলবৎ থাকার জন্য এবার বিজয়া পরবর্তী অনুষ্ঠানের পরিবর্তে পূজোর দিনগুলোতে পূজো মণ্ডপে গিয়ে পুরস্কার প্রদান করেন মঞ্চের কর্মকর্তা ও সদস্যরা। মঞ্চের পক্ষ থেকে বিচারকদের বিচারে


এবার "সেরা পাড়া সেরা পূজা" ৺রবীন্দ্র কুমার নাথ স্মৃতি পুরস্কার পায় স্টেশন রোড শিববাড়ি হনুমান মন্দির দুর্গা পূজা কমিটি, " সেরা মৃন্ময়ী প্রতিমা " ৺বানুলাল ঘোষ স্মৃতি পুরস্কার পায় স্টেশন রোড সর্বজনীন দুর্গা পূজা কমিটি, " সেরা আধুনিক প্রতিমা " ৺বরুণ দেবরায় স্মৃতি পুরস্কার পায় করে মেঘদূত ক্লাব, " সেরা থিম " ৺সুরবালা চন্দ স্মৃতি পুরস্কার পায় মা অন্নপূর্ণা, " সেরা সাত্তিক পূজা "  ৺হীরালাল দেবনাথ স্মৃতি পুরস্কার পায় জাগরণী দুর্গা পূজা কমিটি, " সেরা আলোক সজ্জা " ৺কেতকী দত্ত স্মৃতি পুরস্কার পায় সর্বজনীন দুর্গা পূজা লালা, " সেরা স্বচ্ছ পূজা " ডাঃ অজন্ত কুমার বায়ান স্মৃতি পুরস্কার পায় বারোয়ারী পূজা মন্ডপ, " সেরা সামাজিক অনুপ্রেরণামূলক পূজা " ডাঃ জিতেন্দ্র কুমার দেব স্মৃতি পুরস্কার পায় উত্তারপল্লি পূজা কমিটি, " সেরা শ্রীঙ্খলা পরায়ন পূজা" ৺অবনি মোহন ভৌমিক স্মৃতি পুরস্কার পায় পূর্বপাড়া পূজা কমিটি " সেরা মন্ডপ সজ্জা " ৺ভোলা দেব স্মৃতি পুরস্কার পায় নতুনপাড়া দুর্গা পূজা কমিটি, " সেরা অতিথি অ্যাপায়ন " ৺রণেন্দ্র চন্দ্র দে স্মৃতি পুরস্কার পায় কালীবাড়ি রোড লক্ষিশহর দুর্গা পূজা কমিটি, " সেরা মহিলা পূজা মন্ডপ" ৺পরিমল নাথ মজুমদার স্মৃতি পুরস্কার পায় পার্করোড মহিলা দুর্গা পূজা কমিটি কাঠলিছড়া, " নরণারায়ান সো " ৺কাঞ্চন গোস্বামী স্মৃতি পুরস্কার পায় উত্তর লালা সর্বজনীন দুর্গা পূজা কমিটি লালা, " সেরা গ্রামিন পূজা " ৺নিশিকান্ত দেব স্মৃতি পুরস্কার পায় কাঠলিছড়া ব্যাবসায়ী সমিতি।


     পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপস্থিত ছিলেন মঞ্চের প্রান্তের সভাপতি রনঞ্জয় নাথ, সংঘের ভিবাগ কার্যবাহ কিরণময় দত্ত, জেলা কার্য্যবাহ অনুপম দাস, মঞ্চের জেলা সভাপতি উত্তম মালাকার, প্রান্তের যুবা বাহিনী প্রমুখ অরুনাভ ঘোষ, জেলা সম্পাদক সুদীপ দেবরায়, নন্টু দে, শুভরাজ দাস, অরবিন্দ চন্দ, দেবাশিষ দেবনাথ, রক্তিমাভ দে এবং মঞ্চের অন্যান সদস্য গন।

LEAVE A COMMENT

Comment