মহিলাদের পাশে দাঁড়ালেন , মহিলা অফিসার মাননীয়া আকুমনি কলিতা মহাশয়া ।

মহিলাদের পাশে দাঁড়ালেন , মহিলা অফিসার মাননীয়া আকুমনি কলিতা মহাশয়া ।

মহিলাদের পাশে দাঁড়ালেন , মহিলা অফিসার মাননীয়া আকুমনি কলিতা মহাশয়া ।

মহিলাদের পাশে দাঁড়ালেন , মহিলা অফিসার মাননীয়া আকুমনি কলিতা মহাশয়া ।মহিলাদের সাথে অশ্লীলতা ,ব‍্যাবহার করলেন পাঁচগ্রাম থানার ইনচার্জ বিধান দাস , দেশের প্রধান মন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী  বলেছেন , দেশের মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য । বেটি বাঁচাও -বেটি পড়াও । কিন্তু আজ পাঁচগ্রাম থানার ইনচার্জ বিধান দাস ওনি সুরক্ষা দেওয়ার তো দূরের কথা। ওনি মহিলাদের সাথে অশ্লীলতা ব‍্যাবহার করলেন ।  আসামের হাইলাকান্দি জিলার  ঠান্ডাপুর ( উত্তর বদরপুর) গ্রামের  দূর্গা পূজার দশমীর দিনে বিবাদের  কেইস  সমূহ  জানকারির জন্য , গ্রামের কয়েকজন মহিলারা গিয়ে ছিলেন পাঁচ গ্রাম থানায় ।  থানার ভিতরে মহিলাদের সাথে অশ্লীলতা ব‍্যাবহার করলেন থানার ইনচার্জ বিধান দাস । 

মহিলারা কিছু উপায় না পেয়ে    উত্তর বদরপুরের রাস্তা অবরোধ করলেন । অবশেষে সন্ধ্যার মূহুর্তে হাইলাকান্দী থানার মহিলা অফিসার "আকুমনি কলিতা" মহাশয়া  উপস্থিত হলেন মহিলাদের মধ্যে । এবং মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার কথা বললেন । দুদিনের মধ্যে  উচিৎ বিচার করবেন বলে জানিয়েছেন  মহিলা অফিসার আকুমনি কলিতা মহাশয়া।

LEAVE A COMMENT