প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে অন্ন মহোৎসব উপলক্ষে রাজ্যের প্রতিটি বিপিএল অর্থাৎ গরীব পরিবারের হাতে প্রধানমন্ত্রী ও মূখ্য মন্ত্রীর ফটো যুক্ত ব্যাগ সমেত চাউল বণ্টন আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে অন্ন মহোৎসব উপলক্ষে রাজ্যের প্রতিটি বিপিএল অর্থাৎ গরীব পরিবারের হাতে প্রধানমন্ত্রী ও মূখ্য মন্ত্রীর ফটো যুক্ত ব্যাগ সমেত চাউল বণ্টন আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে অন্ন মহোৎসব উপলক্ষে রাজ্যের প্রতিটি বিপিএল অর্থাৎ গরীব পরিবারের হাতে প্রধানমন্ত্রী ও মূখ্য মন্ত্রীর ফটো যুক্ত ব্যাগ সমেত চাউল বণ্টন আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে অন্ন মহোৎসব উপলক্ষে রাজ্যের প্রতিটি বিপিএল অর্থাৎ গরীব পরিবারের হাতে প্রধানমন্ত্রী ও মূখ্য মন্ত্রীর ফটো যুক্ত ব্যাগ সমেত চাউল বণ্টন আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে রাজ্য সরকার। আসামের করিৎকর্মা মূখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায়    প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনার     দ্বারা  সমগ্র রাজ্যের সমবায় সমিতির ডিলারদের   হাতে সমঝে দেওয়া হয়েছে। উন্নত মানের একটি বিশেষ ব্যাগ ও চাউল ইতিমধ্যে বণ্টন শুরু করা হয়েছে ন্যায্যমূল্যের দোকানদারের মাধ্যমে। পাথারকান্দি বিধানসভা সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্দেশে সোমবার লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ    নন্দী লঙ্গাই সমবায় সমিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যাগ সমেত চাউল বণ্টন শুরু করেন। লঙ্গাই সমবায় সমিতির অন্তর্গত ঝেরঝেরি,বালিপিপলা ও ইছাবিল সহ ওই তিন টি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সর্বমোট আট হাজার নব্বই টি  বিপিএল পরিবারের জন্য ব্যাগ প্রদান করা হয়েছে। উল্লেখ্য , এদিন ওই সমিতির মোট ত্রিশজন ডিলারের ন্যায্যমূল্যের দোকানে আনুষ্ঠানিক ভাবে বণ্টন শুরু করলেন তিনি। তিন জিপির ঝেরঝেরীতে তিন হাজার,বালিপিপলায় আড়াই হাজার ও ইছাবিল জিপিতে আড়াই হাজার ব্যাগ বণ্টন করা হয়। এখানে উল্লেখ করা যেতে পারে,ডিলার সুফিয়ান উদ্দিনের উপর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে , তার এলাকার তিন শত ত্রিশটি ব্যাগ মজুত রয়েছে সমিতির কার্যালয়ে। অন্য ডিলার নিয়োগ করে শীঘ্রই তা বণ্টন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিন গরীব কল্যান অন্ন যোজনার ব্যাগ ও চাউল বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সমবায় সমিতির চেয়ারম্যান হাজী আপ্তাব উদ্দিন,লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ

নন্দী, সহ-সভাপতি রাজেশ নুনিয়া, অত্র সমিতির ভারপ্রাপ্ত সচিব জাকির আহমদ, সদস্য নূরুল হক, হায়দার আলী,ঝেরঝেরী গাঁও পঞ্চায়েতের সভানেত্রী রুসনা বেগমের স্বামী আজমত আলী, হায়দার আলী প্রমুখ।

 

LEAVE A COMMENT

Comment