হাইলাকান্দিতে প্রতি দূর্গাপূজা মণ্ডপ সহ প্রত্যেক সনাতনী বাঙ্গালীদের ঘরে ঘরে ধনের আরাধ্য দেবী লক্ষ্মীর পূজা‌ পালিত।

হাইলাকান্দিতে প্রতি দূর্গাপূজা মণ্ডপ সহ প্রত্যেক সনাতনী বাঙ্গালীদের ঘরে ঘরে ধনের আরাধ্য দেবী লক্ষ্মীর পূজা‌ পালিত।

হাইলাকান্দিতে প্রতি দূর্গাপূজা মণ্ডপ সহ প্রত্যেক সনাতনী বাঙ্গালীদের ঘরে ঘরে ধনের আরাধ্য দেবী লক্ষ্মীর পূজা‌ পালিত।

 হাইলাকান্দিতে আজ প্রতি দূর্গাপূজা মণ্ডপে এবং প্রত্যেক বাঙ্গালী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে

সম্পুর্ণ ধর্মীয় রীতিনীতি অনুসারে লক্ষী পূর্ণিমার পূর্ণ তিথিতে  ধনের আরাধ্য দেবী লক্ষ্মীর পূজা‌ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বাঙ্গালী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকের ঘরে ঘরে আলপনা এঁকে ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলতে দেখা গেছে। এখানে উল্লেখ্য যে কোজাগরী লক্ষ্মী পূজায় দেখা গেল এক ব্যতিক্রমী পূজো। গৃহিণী তার পূজার মাধ্যমে বুঝিয়ে দিলেন মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই তার অধিক গুরু ভজিলে সে পায়, অর্থাৎ গুরুই সর্বশ্রেষ্ঠ এবং গুরুর মধ্যেই শ্রী লক্ষী বিরাজমান।

অখণ্ড সংহিতা পাঠ‌ থেকে শুরু করে মা লক্ষ্মীর পাঁচালী পড়ে ও সম্পুর্ণ সনাতনী নিয়ম মেনে সম্পুর্ণ হলো কোজাগরী লক্ষ্মী পূজা।

 লক্ষী পূজা উদযাপনের পর প্রতিটি পূজো মণ্ডপে মহাপ্রসাদ বিতরণ সহ খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।

LEAVE A COMMENT

Comment