বাংলাদেশের হিন্দু নির্যাতন মূর্তি ভাংচুরের প্রতিবাদ করল কটামনি কলেজিয়েট স্কুল

বাংলাদেশের হিন্দু নির্যাতন মূর্তি ভাংচুরের প্রতিবাদ করল কটামনি কলেজিয়েট স্কুল

বাংলাদেশের হিন্দু নির্যাতন মূর্তি ভাংচুরের প্রতিবাদ করল কটামনি কলেজিয়েট স্কুল

বাংলাদেশের হিন্দু নির্যাতন মূর্তি ভাংচুরের প্রতিবাদ করল কটামনি কলেজিয়েট স্কুল,কটামণি  শনিবার বিকাল ২  ঘটিকার সময় কটামনি  কলেজিয়েট স্কুলের কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের কে নিয়ে স্কুলের সম্মুখে একপ্তিবাদী সভা করল কটামনি কলেজিয়েট স্কুল।বাংলাদেশে  মুর্তিতে কোরান শরীফ রাখা ও হিন্দু নির্যাতন কান্ডের প্রতিবাদী গলায় ধিক্কার ও তীব্র নিন্দা ধিক্কার জানাল  এই সভা ।এদিন এই সভায় সভাপতিত্ব করেন কটামণি কলেজয়েট স্কুলের শিক্ষক মোঃ আব্দুল্লাহ পৌরহিত্যে আয়োজিত সভায় তিনি একথা বলেন যে,  বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা মেনে নিতে পারবো না । আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়বো।
এদিন করিমগঞ্জ জেলা আমসুর সহ-  সভাপতি বদরুল ইসলাম তার বক্তব্য বলেন ,মূর্তি ভাঙচুর নিয়ে  ইসলামে মূর্তি ভাঙ্গা তো দূরের কথা । অন্য ধর্মের উপর কোন কটুক্তি মন্তব্য করাই ইসলামে নিষেধ করা হয়েছে। তাই যে বা যারা এই সব কান্ড করিয়েছে  ইসলামে ওদের কোন স্থান নেই। ওই দুষ্কৃতকারীরা প্রকৃত মুসলমান হতে পারেনা।তিনি আরো বলেন,কোরআনের সম্মান দেখাতে গিয়ে কোরআনের অবমাননা করছে ওই দুষ্কৃতকারীরা।বদরুল ইসলাম বলেন ,মূর্তি ভাঙচুর করার শিক্ষা দেয়নি ইসলাম?বরং মূর্তি পাহারা দিয়ে রাখার কথা বলেছে ইসলাম। অন্যের ক্ষতি করা ইসলাম মোটেই শিক্ষা দেয়নি। এছাড়াও আমাদের কোন ভাষা নেই ওদের বিরুদ্ধে  নিন্দা জানানোর। এই ঘটনার মূল দুষ্কৃতিকারীদের কে বের করে  বাংলাদেশ সরকার ওদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে উদাহরণ মূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।  যাতে করে পরবর্তী সময়ে কেহ এমন কর্ম কান্ড করানোর সাহস না পায়।এদিন কটামণি কলেজয়েট স্কুলের প্রধান শিক্ষক আনছার হোসেন বলেন, ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ যখন শুনেছি মূর্তির পায়ের নিচে রাখা হয়েছে। তখন থেকে আমার সন্দেহ হয়েছিল এটা কোন সুষ্ঠ বিবেক সম্পন্ন মানুষ করতে পারে না। এটা  দুষ্কৃতীকারিরা করেছেন। যেই করেছে দুই ধর্মের মধ্যে বিভাগ সৃষ্টি করার জন্য অপপ্রয়াস।তিনি বলেন ,বাংলাদেশের কোন হিন্দু ভাইয়েরা এটা কখনও চাইবেনা যে, আমাদের এত বড় বড় উৎসব পালিত হচ্ছে। সেখানে দাঙ্গা লাগাতে কখনও চাইবেনা ।আর কোন প্রকৃত মুসলমান এটাই চাইবেন যে , পবিত্র কোরআন শরীফ নিয়ে মন্দিরে রেখে দাঙ্গা লাগানোর।  তাদের ইসলাম ধর্মে কোন স্থান নেই ।এরা হলো দুষ্কৃতিকারী।এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কটামণি কলেজয়েট স্কুলের শিক্ষক মাসুদ আহমেদ, শিক্ষক মিন্নত উল্লাহ্ প্রমুখ।

 

LEAVE A COMMENT

Comment