দশদিন ধরে স্বামী নিখোঁজ। নিখোঁজ সংক্রান্ত এজাহার দেওয়ার পরও পুলিশের নিষ্ক্রিয় ভুমিকায় নিখোঁজ স্বামীর স্ত্রী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মাধ্যমে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন।

দশদিন ধরে স্বামী নিখোঁজ। নিখোঁজ সংক্রান্ত এজাহার দেওয়ার পরও পুলিশের নিষ্ক্রিয় ভুমিকায় নিখোঁজ স্বামীর স্ত্রী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মাধ্যমে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন।

দশদিন ধরে স্বামী নিখোঁজ। নিখোঁজ সংক্রান্ত এজাহার দেওয়ার পরও পুলিশের নিষ্ক্রিয় ভুমিকায় নিখোঁজ স্বামীর স্ত্রী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মাধ্যমে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন।

 দশদিন ধরে স্বামী নিখোঁজ। নিখোঁজ স্বামীর স্ত্রী কাটাখাল পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দেওয়ার দশদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ নিখোঁজ স্বামীর কোনো সন্ধান দিতে না পারায় ভূক্তভোগী স্ত্রী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন। এই বিষয়ে আজ বাঘমারা পলারপার গ্ৰামের মদন কুমার সিংহের স্ত্রী হিমানী সিংহ সাংবাদিকদের জানান যে গত ১৫-১০-২১ তারিখে বিকেল আনুমানিক তিনটার সময় তাদের শিশুকন্যা মোহিনী সিংহ ঘরের মধ্যে অত্যন্ত চঞ্চলতা করিতে থাকায় তার মা শিশুকন্যাটিকে সামান্য বকাবকি করায় শিশুকন্যাটির পিতা মদন কুমার সিংহ অত্যন্ত রাগান্বিত হয়ে তার স্ত্রী হিমানী সিংহকে মারধর করে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর তার স্বামী মদন কুমার সিংহ আর ঘরে ফিরেনি। পরদিন ভূক্তভোগী স্ত্রী নিজের এবং তার স্বামী মদন কুমার সিংহের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও স্বামীর সন্ধান না পাওয়ায় ঘটনার বিবরণ জানিয়ে পরদিন ১৬-১০-২১ তারিখে স্ত্রী হিমানী সিংহ কাটাখাল পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। কিন্তু এজাহার দায়ের করার দশদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ তার নিখোঁজ স্বামী মদন কুমারের কোন সন্ধান দিতে না পারায় ভূক্তভোগী স্ত্রী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পদাধিকারীদের বিষয়টি অবগত করেন। আজ এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে বজরং দলের জেলা সংযোজক জিৎ চক্রবর্তী এবং বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি দিপক পাল জানান যে নিখোঁজ স্বামী মদন কুমার সিংহের পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার। এই পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী মদন কুমার সিংহ নিখোঁজ হওয়ায় তার স্ত্রী হিমানী সিংহ দুইটি অবুঝ শিশু সন্তানদের নিয়ে অনাহারে অনিন্দ্রায় অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে অতি সত্ত্বর নিখোঁজ মদন কুমার সিংহকে উদ্ধারের জোরালো দাবি জানান। এরসঙ্গে নিখোজ মদন কুমার সিংহের ভূক্তভোগী স্ত্রী এবং তার সন্তানদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বজরং দলের জেলা সংযোজক জিৎ চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি দিপক পাল, জেলা মিলন কেন্দ্র প্রমুখ পিন্টু দেব, বজরং দলের রাজা দাস,সম্ভু দাস, মিঠুন দাস প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment