হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের অধীক্ষকের নেতৃত্বে বড় ধরনের সিন্ডিকেট রাজ চলছে বলে গুরুতর অভিযোগ করলেন এজেওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর।

হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের অধীক্ষকের নেতৃত্বে বড় ধরনের সিন্ডিকেট রাজ চলছে বলে গুরুতর অভিযোগ করলেন এজেওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর।

হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের অধীক্ষকের নেতৃত্বে বড় ধরনের সিন্ডিকেট রাজ চলছে বলে গুরুতর অভিযোগ করলেন এজেওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর।

 হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের নেতৃত্বে হাসপাতালে বড় ধরনের সিন্ডিকেটরাজ চলছে বলে গুরুতর অভিযোগ করলেন এজেওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর। আজ তিনি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ সংগঠনের এক প্রতিনিধি দলকে নিয়ে তিনি হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের সঙ্গে দেখা করে হাসপাতালে চলা নানা ধরনের দুর্ণীতির প্রশ্নবানে বিধলেন তাকে। এরপর এজেওয়াইসিপির নেতা কবির উদ্দিন লস্কর এক সাংবাদিক সম্মেলনে জানান যে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের নেতৃত্বে একটি বড় ধরনের সিন্ডিকেটরাজ চলছে হাসপাতালে। তিনি আরো জানান যে হাসপাতালে ব্লাড ব্যাংক থাকা সত্ত্বেও রোগীদেরকে রক্ত দেওয়া হয় ‌না। রক্তের জন্য তাদেরকে উৎকোচের বিনিময়ে হাইলাকান্দির হিন্দুস্তান ফার্মেসী সহ অন্যান্য ফার্মেসীতে পাঠিয়ে দেওয়া হয় অথচ প্রতিনিয়ত হাইলকান্দির বিশ-পচিশ জন করে যুবক-যুবতীরা রক্তদান করে আসছে। তাহলে রক্ত গুলো যায় কোথায় সেটা জানতে চায় এজেওয়াইসিপীর সংগঠন। কবির উদ্দিন লস্কর আরো অভিযোগ করে বলেন যে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের অধীক্ষক দেবব্রত দত্তের নেতৃত্বে হাসপাতালের ডাক্তার-নার্স থেকে শুরু করে  সকল হাসপাতাল কর্মচারীরা ব্লাড ডোনেশন,সিটিস্ক্যান,সোনোগ্ৰাফী এবং অন্যান্য চিকিৎসার ক্ষেত্রেও রোগীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ সহ টাকার লেনদেনের মাধ্যমে চিকিৎসা পরিসেবা চালিয়ে যাচ্ছেন। কবির উদ্দিন লস্কর বলেন যে ডেলীবাড়ী চিকিৎসার জন্য টাকার বিনিময়ে কাজ করার অভিযোগ স্বীকার করে অভিযুক্ত এক নার্সকে ওয়ার্ড ট্রান্সফার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা হাসপাতাল অধীক্ষক দেবব্রত দত্ত অকপটে স্বীকার করে নিয়েছে বলে সাংবাদিকদের জানান কবির উদ্দিন লস্কর। তিনি এই সব অভিযোগের আঙুল তুলে অবিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে হাসপাতাল অধীক্ষক দেবব্রত দত্তকে বদলী করার জন্য হাইলাকান্দির জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝার কাছে জোরালো দাবি জানান। কবির উদ্দিন লস্কর আজ সাফ জানিয়ে দেন যে যদি চব্বিশ ঘন্টার ভিতরে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের দুর্ণীতিবাজ অধীক্ষক দেবব্রত দত্তকে বদলী করা না হয় তাহলে এজেওয়াইসিপির কেন্দ্রীয় সংগঠন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

LEAVE A COMMENT

Comment