হাইলাকান্দিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহণ প্রক্রিয়া শুরু।

হাইলাকান্দিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহণ প্রক্রিয়া শুরু।

হাইলাকান্দিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহণ প্রক্রিয়া শুরু।

 ১ এপ্রিল ভোটগ্ৰহনের দিনের আগেই রবিবার থেকে হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ডাক ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্ৰহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন আলগাপুর,কাটলিছড়া ও হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র এলাকার প্রতিবন্ধী ও ৮০ বছর উর্ধ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্ৰহণ করেন নির্বাচন কর্মীরা। রবিবার বাড়িতে বসে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদান করে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ভোটাররা নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন। এদিন ডাক ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহণের জন্য সুরক্ষা কর্মী ও ভিডিওগ্ৰাফারদের সমন্বয়ে পোলিং স্টাফদের একটি দল তিনটি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত ভোটারদের বাড়ি বাড়ি ছুটে যান। তারা ভোটারদের বাড়ি পরিদর্শন করেন। এদিন তিনটি বিধানসভা কেন্দ্রের আশি উর্ধ ৪৭৯ জন প্রবীণ নাগরিক এবং ১০১ প্রতিবন্ধী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী বুধবার এই ভোটগ্ৰহণ প্রক্রিয়া সমাপ্ত হবে। প্রবীণ এবং প্রতীবন্ধী ভোটাররা এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা দেশের নির্বাচন কমিশনকে প্রথমবারের মতো এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক তথা ডাক ব্যালট সেলের ইনচার্জ ধ্রুবজ্যোতি দেব পোস্ট ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সুষ্ঠ ও ঝামেলামুক্ত পদ্ধতিতে পরিচালিত হওয়ায় গভীর সন্তোষ ব্যাক্ত করেছেন। তিনি জানান ওই সব পোস্টাল ব্যালট পেপার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রেজারিতে রাখা হবে। হাইলাকান্দি জেলার তথ্য এবং জনসংযোগ আধিকারিক সাব্বির নিষাদ এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

LEAVE A COMMENT

Comment