বাংলাদেশের পর এবার সংখ্যালঘুদের ওপর আক্রমণ ত্রিপুরায়।

বাংলাদেশের পর এবার সংখ্যালঘুদের ওপর আক্রমণ ত্রিপুরায়।

অবাঞ্চিত ঘটনা নিয়ে গভীর উদ্বেগে করিমগঞ্জ জেলা কংগ্রেস।

বাংলাদেশের পর এবার সংখ্যালঘুদের ওপর আক্রমণ ত্রিপুরায়। অবাঞ্চিত ঘটনা নিয়ে গভীর উদ্বেগে করিমগঞ্জ জেলা কংগ্রেস। আজ ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সতু রায়ে উল্লেখ করেন বর্তমানে সর্বত্র মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। সর্বত্র অশান্তি বিরাজ করছে। জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল অচিরে ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে‌ পুরকায়স্থ উল্লেখ করেন যেখানে অস্বাভাবিক দ্রব্যমূল্যে মধ্যবিত্ত পরিবারেরা জর্জরিত এই পরিপ্রেক্ষিতে বিভাগীয় মন্ত্রী সহ অন্যান্যরা বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন তা সবার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোথাও দ্রব্যমূল্য কমাবার চেষ্টা করা হবে তা না হয়ে একে অন্যে দায়সারা মন্তব্য করে যাচ্ছেন। রাজ্যের পাঁচটি সমষ্টির মধ্যে কংগ্রেস তিনটি সমষ্টিতে ভালো ফল প্রদর্শন করবে বলেন আশা ব্যক্ত করেন তিনি। সম্প্রতি বাংলাদেশে ত্রিপুরায় যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

LEAVE A COMMENT

Comment