শিক্ষা এবং অনুসূচিত জাতি উন্নয়ন মন্ত্রী রনোজ পেগুর সকাসে হাইলাকান্দি জিপি সভাপতিদের ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়

শিক্ষা এবং অনুসূচিত জাতি উন্নয়ন মন্ত্রী রনোজ পেগুর সকাসে হাইলাকান্দি জিপি সভাপতিদের ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়

শিক্ষা এবং অনুসূচিত জাতি উন্নয়ন মন্ত্রী রনোজ পেগুর সকাসে হাইলাকান্দি জিপি সভাপতিদের ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়

 গৌহাটির জনতা ভবনে শিক্ষা এবং অনুসূচিত জাতি উন্নয়ন মন্ত্রী রনোজ পেগুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন মাটিজুরি পাইকান জিপির সভাপতি তথা হাইলাকান্দি জেলার জিপি সভাপতিদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়। এই উপলক্ষে আজ বেলা বারোটার সময় মাটিজুরি পাইকান জিপির সভাপতি তথা জেলার জিপি সভাপতিদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গৌহাটির জনতা ভবনে রাজ্যের শিক্ষা এবং অনুসূচিত জাতি উন্নয়ন মন্ত্রী রনোজ পেগুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে হাইলাকান্দি জেলার জলন্ত সমষ্যা তুলে ধরেন এবং তাহা সমাধানের জন্য মন্ত্রী মহোদয়ের নিকট আর্জি জানান। তারা মন্ত্রী মহোদয়ের নিকট জেলার প্রতিটি জিপিতে চলা দুর্ণীতির বিষয়ে অবগত করে তাহা প্রতিহত করার আহ্বান জানান। মাটিজুরি পাইকান জিপির সভাপতি তথা হাইলাকান্দি জেলার জিপি সভাপতিদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায় এবং রাজ্যিক বিজেপি এস সি মোর্চার কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দাস মন্ত্রী রনোজ পেগু মহোদয়কে জানান যে রাজ্য সরকার কতৃক অনুসূচিত জাতির লোকেদের কল্যাণের জন্য দেওয়া সুবিধাগুলোর মধ্যে বিনামূল্যের টিন,ওয়াটার পাম্প, ফিল্টার গ্যাসের চুলা,হোমসোলার লাইট ইত্যাদি প্রকৃত অনুসূচিত জাতির লোকেদের না দিয়ে একটি দালালচক্র উৎকোচ গ্ৰহন করে অনুপযুক্ত বড় জাতির লোকেদের দিয়ে দিচ্ছে। তাই তারা হাইলাকান্দি জেলার প্রতিটি জিপিতে চলা দূর্ণীতিকে সমূলে বিনষ্ট করতে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের জন্য জোরালো দাবি জানান। আজকের এই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মাটিজুরি পাইকান জিপির সভাপতি তথা জেলার জিপি সভাপতিদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়,রাজ্যিক বিজেপি এস সি মোর্চার কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দাস এবং বিজেপি এস সি মোর্চার জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য অভ্র রায় প্রমুখ ব্যক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment