হাইলাকান্দির ব্লু ফ্লাওয়ার স্কুলে হোপ ফর জেমস সোসাইটি ও নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন।

হাইলাকান্দির ব্লু ফ্লাওয়ার স্কুলে হোপ ফর জেমস সোসাইটি ও নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন।

হাইলাকান্দির ব্লু ফ্লাওয়ার স্কুলে হোপ ফর জেমস সোসাইটি ও নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন।

 আজ  ১  নভেম্বর  রাষ্ট্রীয়  একতা  দিবস  উদযাপন  করা  হয়   হোফ  ফর  জেমস   সোসাইটি  ও  নেহেরু  যুব  কেন্দ্র  সংগঠন  এর  উদ্যোগে  হাইলাকান্দি  ব্লু  ফ্লাওয়ার  হায়ার  সেকেন্ডারি  স্কুলে ।  গতকাল  ৩১  অক্টোবর   সর্দার  বল্লভ  ভাই  প্যাটেলের  জন্মদিন  ছিল  সেই  উপলক্ষে  আজ  ব্লু  ফ্লাওয়ার  হায়ার  সেকেন্ডারি  স্কুল  এর  ছাত্র-ছাত্রীদের  মাধ্যমে  একটি  স্পিচ  প্রতিযোগিতা   করানো  হয়  ।  অনুষ্ঠানে  মূখ‍্য  অতিথি  ছিলেন  ক্ষিতীশ  রঞ্জন  পাল  ।  স্পিচ  প্রতিযোগিতার   বিচারক  ছিলেন   তরুণ  চট্টোপাধ্যায়  ও  বিনয়  ভট্টাচার্য্য ।  অনুষ্ঠানের  শুভারম্ভ  হয়  ১২.৩০  মিনিটে ।  অনুষ্ঠানের  শুরুতে  সর্দার  বল্লভ  ভাই  প্যাটেলের  জীবন  কাহিনী  তুলে  ধরেন  আমাদের  মুখ্য  অতিথি  ক্ষিতীশ  রঞ্জন  পাল ।  প্রতিযোগিতায়  অংশগ্রহণ  করেন  ৩০  জন  ছাত্র-ছাত্রী  ।  তাদের  মধ্যে  প্রথম  স্থান  দখল  করেন  দেবোপম  গুহা ,  দ্বিতীয়  স্থান  দখল  করেন  মাহি  পাল ,  নিলুফা  চৌধুরী ,  সপ্তর্ষি  দেব ,  আসিফ  ফাহিম ,  তৃতীয়  স্থান  দখল  করেন  আসিফ  ইকবাল  লস্কর ।  বিজয়ীদের  মধ‍্যে  প্রশংসাপত্র  এবং  পুরস্কার  তুলে  দেন আজকের অনুষ্ঠানের মুখ্য  অতিথি  ও  বিচারকরা  ।  অনুষ্ঠানের  সমাপ্তি  ঘটে  বিকাল  ৩  ঘটিকায় ।  নেহেরু  যুব  কেন্দ্র  সংগঠন  এর  পক্ষ  থেকে  ছিলেন  অঙ্কিতা  ভৌমিক  ও  মঙ্কুশ  আহমেদ  মজুমদার ।  হোফ  ফর  জেমস   সোসাইটির  পক্ষ  থেকে  ছিলেন  স্বপ্নদীপ  সেন ,  স্বর্ণদ্বীপ  দাস  ,  শুভ্রজ্যোতি  ধর ,  যুবরাজ  অর্জুন ,  বিষ্ণু  দে  প্রমুখ ব্যাক্তিবর্গ।
(হাইলাকান্দি থেকে সিপ্রীয়ান ডায়াসের প্রতিবেদন)

LEAVE A COMMENT

Comment