গ্রামঞ্চলের কর্তব্যরত এটেনটেনসদের কোন পরিবর্তন হয় নাই।

গ্রামঞ্চলের  কর্তব্যরত এটেনটেনসদের কোন পরিবর্তন হয় নাই।

অভাব অভিযোগ কথা জেনে ও বিভাগীয় কতৃপক্ষ থেকেই শুরু করে সরকারের বিভাগী মন্ত্রী পর্যন্ত নীরব দর্শক

করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির মর্জাৎকান্দি উপ স্বাস্থ্য কেন্দ্রে কবিড ভেকসিন চলচিল। এমন সময়ই কর্তব্যরত  পঞ্চাশের একজন ভদ্রমহিলা তার জীবনের কিছু বিষয় সংবাদ মাধ্যমের মারফত তুলে ধরেন। দীর্ঘ আটাশ বছর পূর্ণ হল আজ ও  অপেক্ষায় আছি। ভদ্র মহিলা পলিও সহ করোনার ভেকসিন এ কাজ করে আসছেন। উনাদের দায়িত্ব হল এটেনটেনস। কিন্ত দুঃখের বিষয় আসামে বিগত আঠাশ বছরে কত সরকার ক্ষমতায় এলো আর গেল বাস্তব ক্ষেত্রেই  স্বাস্থ্য বিভাগের গ্রামঞ্চলের  কর্তব্যরত এটেনটেনসদের কোন পরিবর্তন হয় নাই। তাদের অভাব অভিযোগ কথা জেনে ও বিভাগীয় কতৃপক্ষ থেকেই শুরু করে সরকারের বিভাগী মন্ত্রী পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছেন। অবশেষে নিজের নাম গোপন রেখে সংবাদ মাধ্যমের দারস্হ হয়ে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 
 

LEAVE A COMMENT

Comment