ভারত সেবাশ্রম সংঘের উদ্দোগে হাইলাকান্দি টেম্পুর বাজার ঠাকুর বাড়ীতে ধর্মমহাসভা এবং মহাযজ্ঞের বিষয়‌ নিয়ে আলোচনা সভা।

ভারত সেবাশ্রম সংঘের উদ্দোগে হাইলাকান্দি টেম্পুর বাজার ঠাকুর বাড়ীতে ধর্মমহাসভা এবং মহাযজ্ঞের বিষয়‌ নিয়ে আলোচনা সভা।

ভারত সেবাশ্রম সংঘের উদ্দোগে হাইলাকান্দি টেম্পুর বাজার ঠাকুর বাড়ীতে ধর্মমহাসভা এবং মহাযজ্ঞের বিষয়‌ নিয়ে আলোচনা সভা।

 ভারত সেবাশ্রম সংঘের উদ্দোগে হাইলাকান্দি টেম্পুর বাজার ঠাকুর বাড়ীতে মহাধর্মসভা এবং মহাযজ্ঞের উৎসব পালনের বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ সন্ধ্যা ছয়টার সময় টেম্পুর বাজারস্থিত ঠাকুর বাড়ীতে হাইলাকান্দি বিজেপি ব্লক মণ্ডলের প্রাক্তন সভাপতি সুনীল চন্দ্র দেবের পৌরহিত্যে মাটিজুরি পাইকান জিপির সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী ২৩ নভেম্বর সকাল ১০ টার সময়ে টেম্পুর বাজার কালীমন্দির প্রাঙ্গণে মহাধর্ম সভা এবং মহাযজ্ঞ পালনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্ৰহন করা হয়। এখানে উল্লেখ্য যে আজ সভার প্রারম্ভে ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত হিন্দু মিলন মন্দিরের সভাপতি নিশিকান্ত পাল, সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে,যুগ্ম-সম্পাদক অজয় সামন্ত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক রবীন্দ্র দাস এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের মঞ্চে বরন করে নেওয়া হয়। এরপর এক সাংবাদিক সম্মেলনে আজকের সভার সভাপতি সুনীল চন্দ্র দেববাবু জানান যে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মহাযজ্ঞ এবং মহাধর্মসভাকে সাফল্য মণ্ডিত করতে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি এবং সঙ্গে ৫ সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। নবগঠিত এই পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আজকের সভার সভাপতি সুনীল চন্দ্র দেব, সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে দিপক চন্দ ও বিশ্বজীত রায়, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মৃণাল কান্তি চন্দ, সহ-সম্পাদক হয়েছেন যথাক্রমে সঞ্জয় চন্দ ও স্বপন দাস, কোষাধ্যক্ষ পদে মনোনিত হয়েছেন উত্তম দাস। তাছাড়াও বাকী কার্যনির্বাহী সদস্যদের নিয়ে মোট ৩১ জনের একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। এই উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ইন্দুভূষণ দাস (মুখ্য উপদেষ্টা),যথীন্দ্র মোহন পাল,বিনয়ভূষণ শর্মা,লালমোহন দাস, মাখনলাল চন্দ প্রমুখ ব্যাক্তিবর্গ। এই নবগঠিত পরিচালনা সমিতির সভাপতি সুনীল চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি চন্দ মহাশয় আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মহাযজ্ঞ এবং মহাধর্মসভাকে সাফল্য মণ্ডিত করতে মাটিজুরি পাইকান জিপির সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে তাদেরকে আমন্ত্রণ জানান।

LEAVE A COMMENT

Comment