করিমগঞ্জ জেলার বদরপুর শহর মণ্ডলে কংগ্রেসে ব্যাপক ধস।

করিমগঞ্জ জেলার বদরপুর শহর মণ্ডলে কংগ্রেসে ব্যাপক ধস।

করিমগঞ্জ জেলার বদরপুর শহর মণ্ডলে কংগ্রেসে ব্যাপক ধস।

করিমগঞ্জ জেলার বদরপুর শহর মণ্ডলে কংগ্রেসে ব্যাপক ধস।  দল ছেড়ে প্রায় দুইশোজন  সোমবার অসম গণ পরিষদে  যোগ দেন। দলত্যাগের সমস্যা কিছুতেই পিছু  ছাড়ছেনা কংগ্রেসের।  মাস দুয়েক আগে রাজ্যস্তরের প্রাক্তন  সম্পাদক দাইয়ান হোসেনের নেতৃত্বে গ্রাম বদরপুরের বেশ কয়েকজন  কংগ্রেস কর্মী দল ছেড়ে অগপ - তে নাম লিখিয়ে ছিলেন। সোমবার আবার ধাক্কা। এবার বদরপুর শহরের প্রায় দুইশো জন কংগ্রেসের সক্রিয় কর্মী অগপ-তে নাম লেখালেন। আনিপুর জেলা পরিষদ সদস্য তথা অগপ-র করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি হেলাল আহমদ খান মাইনোরিটি কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দেক  কেন্দ্রীয় কমিটির সদস্য হোসেন আহমদ ড° রফিজুল হক ফারুক আহমদ তালুকদার সহ আরও এক ঝাঁক নেতার উপস্থিতিতে বদরপুরঘাটে এক ভবনে আয়োজিত অনুষ্ঠানে  তাঁরা অগপ-তে যোগ দেন। লক্ষ্য আগামী পুর  পঞ্চায়েত সহ  ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিজেপি কোনদিনই বদরপুর আসনে জয়ী হতে পারেনি। সেকথা মাথায় রেখেই ২৬ এ সংগঠনের শক্তি বিবেচনা করে মিত্র বিজেপি অগপ-কে এই আসন ছেড়ে দিতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই কোমর বাঁধছে অগপ। কোন রাখঢাক না রেখেই খোলাখুলি একথা জানালেন অগপ নেতারা। যারা কংগ্রেস ছেড়ে অগপ-তে এসেছেন তাঁদের বক্তব্য - এত বছর কংগ্রেস করার পরও তাঁরা প্রাপ্য সম্মান পাননি। উল্টে মিলেছে অপমান আর অবহেলা। তাই এই সিদ্ধান্ত। গোটা জেলায় একমাত্র দক্ষিণ করিমগঞ্জ ছাড়া সর্বত্র প্রায় অস্তিত্বহীন অগপ হঠাৎ করে বদরপুরে অক্সিজেন পেয়ে যাওয়ায় উৎফুল্ল দলীয় নেতৃত্ব উচ্ছাস গোপন রাখেন নি।ঠ গত ২০০২ সালের পর এত জন সমাগম কোন সভায় হয়নি বলে জানিয়েছেন অগপ নেতারা।

 

LEAVE A COMMENT

Comment